নিজস্ব প্রতিবেদক । ২২ সেপ্টেম্বর ২০২২
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ৩০ সেপ্টেম্বর থেকে অবসরে যাচ্ছেন।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ৩০ সেপ্টেম্বর বেনজীর আহমেদের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী চাকরি থেকে অবসর দেওয়া হলো। এ অবস্থায় আগামী ১ অক্টোবর থেকে আগামী বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অবসরোত্তর ছুটিতে থাকবেন (মূলত অবসর)।
এদিকে, বাংলাদেশের অন্যতম দৈনিক প্রথম আলোতে তার অবসরে যাওয়ার খবরটি প্রকাশ হওয়ার পরপরই পাঠকদের মন্তব্যগুলো চোখে পড়ার মত। কেউ লিখেছেন- আগামী নির্বাচনে চুরিকরা ভোটে এমপি এবং তারপর স্বরাষ্ট্র প্রতি মন্ত্রি। আবার কেউ লিখেছেন- ‘গুম খুনের মহানায়ক এর বিদায়ে সকল নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষ থেকে অভিসম্পাত’।
২০২০ সালের এপ্রিল মাসে আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছিলেন বেনজীর আহমেদ। তবে দায়িত্ব নেন ওই বছরের মে মাসে। এর আগে তিনি র্যাবের মহাপরিচালকের দায়িত্বে ছিল। তখন র্যাবের মহাপরিচালক হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। নতুন আইজিপি হিসেবেও চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিদায়ী আইজিপি বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন বলে আলোচনা চলছে।
র্যাবের সাবেক মহাপরিচালক হিসেবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েছিলেন বেনজীর আহমেদ। অবশ্য এ নিষেধাজ্ঞার মধ্যেই সম্প্রতি তিনি জাতিসংঘের আয়োজনে পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে সফর করে এসেছেন। বেনজীর আহমেদ ছাড়াও আরও কয়েকজন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পড়েছিলেন।
সূত্র-প্রথম আলো