নিজস্ব প্রতিবেদক । ২৩ ডিসেম্বর ২০২২
বগুড়ার গাবতলী উপজেলার গোলাবাড়ি বন্দর এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৩২০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
২২ ডিসেম্বর বৃহস্পতিবার সাড়ে বারোটায় উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) আফতাবুজ্জামান আল-ইমরান ও ঔষধ প্রশাসন অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক শরিফুল ইসলাম মোল্লার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে শাপলা ফার্মেসি প্রোঃ শরিফুল ইসলাম শাপলাকে ড্রাগস এ্যাক্ট ১৯৪০ এর ১৮(গ), ১৮(ক) এবং ২৭ ধারায় ফিজিসিয়ান স্যাম্পল, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, সরকারি ওষুধ এবং আন রেজিস্টার্ড ঔষধ রাখার দায়ে ২০০০০ টাকা এবং একই অপরাধে ফ্রেন্ডস মেডিকেল হল প্রোঃ মাহিনুর হাসানকে ১০০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অপরদিকে আরো একটি বিউটি পার্লারকে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী রাখাতে ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় ২০০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে উক্ত বন্দরের প্রত্যেক ব্যবসায়ীকে উদ্দেশ্য করে বলেন ভবিষ্যতে এরকম অভিযান আরো পরিচালনা হবে যদি আপনারা ব্যবসায়ীরা নিজে থেকে সতর্ক না হোন।
এই বিষয়ে গাবতলী উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) আফতাবুজ্জামান আল-ইমরান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।