নিজস্ব প্রতিবেদক । ২৩ ডিসেম্বর ২০২২
আবু জাকির : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, জয়পুরহাটবাসীর জন্য সকল আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার মধ্য দিয়ে 'স্মার্ট জয়পুরহাট' গড়ে তোলা হবে ।
আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর সংসদ ভবন এলাকায় জয়পুরিয়ান ট্রাস্ট আয়োজিত ‘প্রিয়ভুমির মেধাবীদের মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠানে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে ঢাকায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জয়পুরহাট জেলার শিক্ষার্থীরা আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে বিভিন্ন প্রশ্ন করেন পাশাপাশি তাদের সমস্যার কথা তুলে ধরেন।
আবু সাঈদ স্বপন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের ভিশন ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলা। আমি বলতে চাই আমার জয়পুরহাটে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার, ইউনিয়ন পর্যায়ে আইটি সেন্টার, কৃষি ও মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠাসহ জেলার প্রতিটি জনগণের জন্য সকল উন্নত নাগরিক সুবিধা নিশ্চিতের মধ্যে দিয়ে স্মার্ট জয়পুরহাট গড়ে তোলার জন্য কাজ করছি।’
শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে জয়পুরহাট অনেক পিছিয়ে আছে উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ বলেন, ‘আমি এই বিষয়টা মাথায় রেখেই একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আশাকরি সবাই মিলে যদি আমরা একসঙ্গে কাজ করি আমাদের জয়পুরহাট শিক্ষা ক্ষেত্রে অন্যান্য জেলার থেকে এগিয়ে যাবে।’
কৃষি ক্ষেত্রে জয়পুরহাট জেলা একটি গুরুত্বপূর্ণ অঞ্চল উল্লেখ করে আবু সাঈদ স্বপন বলেন, ‘আমরা যদি আমাদের কৃষকদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারি তাহলে জয়পুরহাট দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারবে। আলুর বীজ সংরক্ষণে আমি ইতিমধ্যে একটি কোল্ড স্টোরেজ প্রতিষ্ঠার জন্য কাজ করছি।’
জয়পুরহাটের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘স্বপ্ন দেখতে হবে অনেক বড়। তোমাদের স্বপ্ন পূরণে আমি জয়পুরহাটের খাদেম হিসাবে কাজ করে যাবো। তোমার সকলের প্রচেষ্টায় একটি সমৃদ্ধ ও স্মার্ট জয়পুরহাট গড়ে তুলবো।’
সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে বিদেশি কূটনৈতিকদের হস্তক্ষেপের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে যারা বিদেশি রাষ্ট্রদূত আছেন তারা যেন শালীনতার মধ্যে থেকে কথা বলেন। কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পরে না। বাংলাদেশ আজ নিজের পায়ে দাঁড়িয়ে আছে এবং উন্নতি-সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, আমরা কারো চোখ রাঙানো দেখে ভয় পাইনা।
অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বগুড়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি টি জামান নিকেতা, বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু সহ জয়পুরহাট জেলার সরকারি ও বেসরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।