নিজস্ব প্রতিবেদক । ২৩ ডিসেম্বর ২০২২
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'এই সম্মেলনে আমি হ্যাটট্রিক করবো কিনা জানি না। এটা আমি করতে পারি না। তাহলে কাউন্সিলরদের চিন্তাভাবনাকে অবমূল্যায়ন করা হয়'।
'আমি কোনো প্রেডিকশন করতে চাই না। টাইম ইস নট ম্যাচিউরড টু প্রেডিক্ট। এই দলে অন্তত ১০ জন আছে, যারা সাধারণ সম্পাদক হওয়ার যোগ্য। সে ধরনের অভিজ্ঞ নেতৃত্ব আমাদের দলে আছে,’ তিনি বলেন।
আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনস্থলের প্রস্তুতি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। আগামী শনিবার (২৪ ডিসেম্বর) সেখানে আওয়ামী লীগের ২২তম সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলের সাধারণ সম্পাদকের পদের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সবার দৃষ্টি দলের সাধারণ সম্পাদক পদের দিকে। এ পদে প্রার্থীদের অনেকের ইচ্ছা থাকতে পারে। অন্তত গণতান্ত্রিক দল হিসেবে।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমার জানা মতে, এখানে অন্তত ওই পদের ১০ প্রার্থী আছেন। এই পদে আসতে চান। কে হবেন, এটা নেত্রীর ইচ্ছা এবং কাউন্সিলরদের মতামতের ওপর নির্ভর করছে। সবকিছু প্রতিফলন ঘটবে দ্বিতীয় অধিবেশনে, তিনটার পর যেটা শুরু হবে, সেখানে। কাউন্সিলর মতামত নিয়েই ওই সিদ্ধান্ত নেওয়া হবে। কাজেই আমি কারও নাম বলতে পারব না।’
বর্তমান কমিটির বিতর্কিত কিছু নেতার বিষয়ে সিদ্ধান্ত জানতে চাইলে তিনি বলেন, ‘এবারের নির্বাহী কমিটি অত্যন্ত সক্রিয় কমিটি। কাউকে নিয়ে কোনো বিতর্ক নেই। যদি থাকে, নেত্রী সিদ্ধান্ত নেবেন। তবে পারফেক্ট কেউ না। ভুলত্রুটি নিয়েই মানুষ। কাজেই পূর্ণতা খুঁজতে গেলে অনেক কিছু চিন্তাভাবনা করতে হবে।’