দেশের সংকট নিরসনে একমাত্র বিকল্প বিএনপি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক । ২৩ জুলাই ২০২২

দেশের সংকট নিরসনে একমাত্র বিকল্প বিএনপি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ আজ গভীর অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে বিপন্ন। সরকারের গণবিরোধী কার্যক্রম ও অধিকার হরণে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। দেশের সংকট নিরসনে গণবিরোধী অনির্বাচিত সরকারকে পদত্যাগ করতে হবে।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং পার্লামেন্ট বিলুপ্ত করার দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের সংকট নিরসনে একমাত্র বিকল্প বিএনপি। আন্দোলনের মাধ্যমে আমরা সরকারকে পদত্যাগে বাধ্য করবো।
শনিবার (২৩ জুলাই) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘মিট দ্য ওকাব উইথ মির্জা ফখরুল ইসলাম আলমগীর’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ওভারসিজ করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওকাব) এ আলোচনা সভার আয়োজন করে।

সংগঠনটির সদস্য সচিব নজরুল ইসলাম মিঠুর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন ওকাবের আহ্বায়ক কাদির কল্লোল।
মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদী সরকার বাংলাদেশকে কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করেছে। স্বাধীনতার ৫০ বছরেও মানুষ তাদের ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আজ দেশে সুশীলরা কথা বলতে ভয় পান। সাংবাদিকরা লিখতে ভয় পান, বিচারপতিরা ন্যায় বিচার করতে ভয় পান।

তিনি বলেন, অর্থনীতিকে সরকার একটি ত্রাসে পরিণত করেছে। দেশব্যাপী একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট-দুর্নীতি হচ্ছে। দারিদ্র্যের হার ৪২ শতাংশ হয়েছে, যা আগে ৪০ শতাংশের নিচে ছিল। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, তেল গ্যাস জ্বালানি তেলের দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করেছে।

নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচন ব্যবস্থাকে সরকার ধ্বংস করে দিয়েছে। যে দেশের মানুষ উৎসব করে ভোট দিতো তারা আজ ভোটকেন্দ্রে যায় না। ভোট দেওয়াকে ঘৃণা করে। মানুষের কোনো আস্থা নেই নির্বাচনে। বিদেশিরা ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনকে ইতোমধ্যে ভূয়া নির্বাচন বলে দিয়েছে।