জাতীয় নির্বাচন : আ.লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ এবং ১৪৪ ধারা জারির ‘সংস্কৃতি’ শুরু

নিজস্ব প্রতিবেদক । ২৩ আগস্ট ২০২২

জাতীয় নির্বাচন : আ.লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ এবং ১৪৪ ধারা জারির ‘সংস্কৃতি’ শুরু

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধীদল বিএনপি ইতিমধ্যে রাজপথে বিক্ষোভ সমাবেশের মধ্যে দিয়ে তাদের নিজেদের শক্তির জানান দিয়েছে। আওয়ামী লীগের শীর্ষ নেতারা ইতিমধ্যে বলেছে সারাদেশে তাদের নেতাকর্মীরা আগেই থেকেই মাঠ দখলে রাখবে। অন্যদিকে বিএনপি নেতারা বলছে, তারাও আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে এবং শেখ হাসিনা সরকারের অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন নিয়ে কথা বলবে এবং জনগনকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবে।

তারই ধারাবাহিকতাই আজ মঙ্গলবার পটুয়াখালীর দুমকি উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি একই স্থানে একই সময়ে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়ায় সংঘাত এড়াতে উপজেলা প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে।

উপজেলা বিএনপি ও আওয়ামী লীগ মঙ্গলবার (আগস্ট ২৩) সকাল ১০টার দিকে গ্রামীণ ব্যাংক সড়ক এলাকায় বিক্ষোভ সমাবেশ করবে বলে ঘোষণা দেয়। এ অবস্থায় গতকাল সোমবার রাতেই দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৪৪ ধারা জারি করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির পক্ষ থেকে আজ সকাল ১০টায় গ্রামীণ ব্যাংক সড়কে তাদের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ আয়োজনের কথা ছিল।

একই সময় উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকেও একই এলাকায় পাল্টা বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। এর পর থেকে দুই দলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ অবস্থায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় সভা, সমাবেশ, মিটিং, মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

এদিকে ফেনীর পরশুরাম উপজেলায় একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি সভা আহ্বান করায় উত্তেজনা দেখা দিয়েছে। এ অবস্থায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

গতকাল সোমবার রাতে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শামসাদ বেগম স্বাক্ষরিত এ–সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

এতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরশুরাম উপজেলা বিএনপির উদ্যোগে পরশুরাম দলীয় অফিসসংলগ্ন স্টেশন রোডে বিক্ষোভ সমাবেশের ঘোষণা করা হয়। একই দিনে ও একই সময়ে পরশুরাম উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা পরশুরাম বাজার ও আশপাশের এলাকায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।

দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে পরশুরাম উপজেলা এলাকায় ২৩ আগস্ট সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।