নিজস্ব প্রতিবেদক । ২৩ সেপ্টেম্বর ২০২২
আজ রাত সাড়ে ১২টায় ফ্রান্সের স্টেড ওসেন স্টেডিয়ামে ঘানার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। চার দিনের মাথায় একই সময় পিএসজির মাঠ পার্ক দ্য প্রাসে তিউনিসিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল।
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে নিজেদের ঝালিয়ে নেয়ার অপেক্ষায় তিতের দল। ২০০২ সালে পর বিশ্বকাপ জেতা হয়নি আর সেলেসাওদের। বিশ্বকাপের পর দলের দায়িত্ব ছেড়ে দিবেন বলে ঘোষণা দিয়েছেন তিতে। ৪-২-৩-১ ফর্মেশনে ঘানার বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল। এই ম্যাচে ব্রাজিলের আক্রমণভাগের পাঁচ প্লেয়ার হবেন- পাকুয়েতা, নেইমার, ভিনিসিয়াস, রাফিনহা এবং রিচার্লিশন।
অপর দিকে বাংলাদেশ সময় শনিবার ভোর ৬টায় নিজেদের দুই ম্যাচের প্রথমটি খেলতে নামবে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিতব্য ম্যাচটিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ হন্ডুরাস।
এখন পর্যন্ত হন্ডুরাসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। ২০১৩ সালে ৩-১ ও ২০১৬ সালে ১-০ গোলে জিতেছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রায় ছয় বছর পর আবার বিশ্ব ফুটবলের তলানির দিকের দলটির মুখোমুখি হচ্ছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, ফাকুন্দো মেদিনা, লিসান্দ্রো মার্টিনেজ, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, লিওনেল মেসি, পাওলো ডিবালা, লউতারো মার্টিনেজ ও হোয়াকিন কোরেয়া।