নিজস্ব প্রতিবেদক । ২৩ নভেম্বর ২০২৩
জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির নানা কর্মসূচি ও চ্যালেঞ্জকে ঘিরে সমকালের প্রধান শিরোনাম, ‘কঠিন পরীক্ষা মোকাবিলার পথ খুঁজছে বিএনপি’।
প্রতিবেদনে বলা হচ্ছে, সরকার পতনের এক দফা দাবিতে চূড়ান্ত আন্দোলন করতে গিয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি।
এরিমধ্যে নাশকতার মামলায় দলের শীর্ষ নেতাসহ অনেকেই কারাগারে, কেউ আত্মগোপনে, আবার কেউবা নিশ্চুপ। কেন্দ্রীয় কার্যালয়ে ঝুলছে তালা। গণগ্রেপ্তারের পাশাপাশি পুরোনো মামলায় গণহারে সাজা হয়েছে।
হরতাল-অবরোধ কর্মসূচির ডাক দিয়ে আন্দোলনের কেন্দ্রবিন্দু ঢাকাতেই নেতাকর্মীরা বেশ ঢিলেঢালা মেজাজে আছেন।
দলের বেশ কয়েকজন বিক্ষুব্ধ নেতা, সাবেক সংসদ সদস্য ও সমমনা দলের কেউ কেউ নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে। কেউ কেউ যোগ দিয়েছেন বিএনপির সাবেক নেতাদের নিয়ে ‘সরকারের সহযোগিতা’য় গঠিত কিংস পার্টি উপাধি পাওয়া সংগঠনে।
আওয়ামী লীগে মনোনয়ন বাছাই নিয়ে যুগান্তরের প্রধান শিরোনাম, ‘আওয়ামী লীগের প্রার্থী বাছাই শুরু আজ, মনোনয়নে থাকবে চমক,’। খবরে বলা হচ্ছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক আসনে আসবে আওয়ামী লীগের নতুন মুখ।
প্রার্থী তালিকায় উল্লেখযোগ্যসংখ্যক সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব, সাবেক আমলা, সেনা ও পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের শীর্ষ ব্যক্তি স্থান পেতে পারেন।
পাশাপাশি দলের জনপ্রিয় ও পরিচ্ছন্ন ভাবমূর্তির তরুণ নেতারা মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন।
অন্যদিকে বিতর্কিত মন্ত্রী-এমপিসহ স্থানীয়ভাবে জনবিচ্ছিন্ন নেতাদের প্রার্থী হিসাবে বিবেচনা না করার বিষয়ে দেওয়া হবে বিশেষ গুরুত্ব। পাশাপাশি বয়সের কারণে বাদ পড়বেন বেশ কয়েকজন বর্তমান এমপি।
সব মিলিয়ে বিভিন্ন সংস্থার জরিপ, দলের সাংগঠনিক রিপোর্ট, অতীতে আন্দোলন-সংগ্রামে ভূমিকা, তৃণমূলে দল ও সাধারণ ভোটারদের কাছে গ্রহণযোগ্যতাসহ নানা বিষয় বিবেচনায় মনোনয়ন দেয়া হবে।
নির্বাচনে ছোট দলগুলোর অংশগ্রহণ নিয়ে প্রথম আলোর প্রধান শিরোনাম, ‘ছোট ছোট দল ভোটে আসছে’। প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তফ্রন্ট নামে নতুন জোট গঠন করে বুধবার দুপুরে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
বিকেলে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত জানায় জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো বলছে আগামী দুই তিন দিন এভাবে অনেক দল তাদের অবস্থান পাল্টাবে।
আরও কিছু দল নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, ভোটে আসতে পারে ছোট দলগুলোর মধ্যে ইসলামপন্থী একাধিক দলের নাম রয়েছে।
দলগুলো শিগগিরই নির্বাচনে যাওয়ার ঘোষণা দিতে পারে, তবে বিএনপির আলোচিত ও পরিচিত নেতাসহ অনেকেই দল ছেড়ে নতুন দুটি দল তৃণমূল বিএনপি ও বিএনএম-এ যুক্ত হয়ে নির্বাচনে অংশ নেবেন বলে যে আলোচনা ছিল তাতে এখন পর্যন্ত উল্লেখ করার মতো ফল আসেনি।
এ নিয়ে সরকারের উচ্চপর্যায়ে অসন্তুষ্টি রয়েছে। তাই শেষ মুহূর্তে মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ একটু পিছিয়ে হলেও বিএনপি'র আরো কিছু নেতা এবং আরো কিছু দলকে নির্বাচনে আনার কথা ভাবা হচ্ছে বলে বলছে ওই প্রতিবেদন।
নির্বাচনের পরিবেশ নিয়ে সংবাদের প্রধান শিরোনাম, ‘নির্বাচন ‘একতরফা’ হবে না, ‘শতফুল’ ফুটবে’। প্রতিবেদনে বলা হচ্ছে, বিএনপি ভোটে না এলেও দ্বাদশ সংসদ নির্বাচন ‘একতরফা হবে না’ বলে মনে করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তার দাবি, অনেক দল এবং ব্যক্তি পর্যায়ে অনেকে নির্বাচনে অংশ নেবেন। তার মতে, একটি দল নির্বাচন বর্জন করলে নির্বাচনকে একতরফা বলার সুযোগ নেই।
দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দেয়ার বাকি আছে সাত দিন। আওয়ামী লীগ ও তার জোট শরিকদের পাশপাশি জাতীয় পার্টিও মনোনয়ন জমার কাজ গুছিয়ে আনছে।
তবে নির্বাচনে না আসার সিদ্ধান্তে অটল বিএনপি ও সমমনা দলগুলো আন্দোলন অব্যাহত রেখেছে। দ্বাদশ সংসদ নির্বাচন কি দশম সংসদের পথে হাঁটছে, এমন আলোচনাও চলছে।