রাজধানীতে ক্রেতার বিপক্ষে ফল বিক্রেতার মামলা

নিজস্ব প্রতিবেদক । ২৪ মার্চ ২০২৪

রাজধানীতে ক্রেতার বিপক্ষে ফল বিক্রেতার মামলা

রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় ফল বিক্রেতা এবং ক্রেতার মধ্যে মারধরের ঘটনার জেরে শনিবার এক ক্রেতার বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেছেন ফল ব্যবসায়ী মোঃ কেরামত।

তিনি মামলায় অভিযোগ করেন, ফল ক্রেতা এস এম তারিকুজ্জামান এবং শোয়াইব তাহসীম ফলের ওজন কম হয়েছে এমন অভিযোগ এনে উক্ত তাদের সাথে তুচ্ছ-তাচ্ছিল্য করে গালিগালাজ করে এবং এক পর্যায়ে ফল ক্রেতারা লোকজন ডেকে এনে তাদের উপর হামলা চালায়।

উক্ত মামলায় আরও অভিযোগ করা হয় যে, ফল ক্রেতাদের হামলায় ঐ দোকানির চাঁচা মোঃ শামীম মুন্সির মাথায় গুরুতর জখম হয়।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ঘটনাটি খুবই তুচ্ছ। ফল কেনার সময় ক্রেতা-বিক্রেতার মধ্যে তর্ক হয়। এর জেরেই মারধরের ঘটনা ঘটে। যাঁরা আহত হয়েছেন, তাঁরা মামলা করেছে।


এদিকে, ক্রেতা রুবাইয়াত আজম অভিযোগ করেন, তাঁর সহকর্মী এস এম তারিকুজ্জামান এবং তাঁর ছোট ভাই শোয়াইব তাহসীম ফল কিনতে গুলশান-২ নম্বরে যান। সেখানে ফুটপাতের ফলের দোকান থেকে এক কেজি আঙুর কেনেন। দোকানদার ওজনে কম দেওয়া নিয়ে তাঁদের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে সেখানকার ফলের দোকানদারেরা তাঁদের মারধর করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে তাঁর ওপরও হামলা হয়।

রুবাইয়াত আজমের ভাষ্য, দোকানদের হামলায় তাঁর সহকর্মী এস এম তারিকুজ্জামান মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাঁর মাথায় ছয়টি সেলাই লেগেছে।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে নিয়ে গেছে।