নিজস্ব প্রতিবেদক । ২৪ এপ্রিল ২০২৪
জনদরদী বিশিষ্ট সমাজসেবক মানবতার ফেরিওয়ালা সৈয়দ রিজভী আহম্মেদ ফারুক ৯ম বারের মত সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদরাসার সভাপতি নির্বাচিত হয়েছেন।
২২ এপ্রিল সোমবার মাদরাসা শিক্ষা বোর্ডের উপ-রেজিস্ট্রার (প্রশাসন) ওমর ফারুকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। ইতিপূর্বে তিনি ঐ মাদরাসার এডহক কমিটির ৬ বার এবং নির্বাচিত ম্যানেজিং কমিটির ৩ বার সভাপতি নির্বাচিত হলেন ।
সামাজিক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে জীবনে তৃপ্তি খোঁজেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার মানবতার ফেরিওয়ালা মোহাম্মদ রিজভী আহমেদ ফারুক ওরফে সৈয়দ ফারুকী।
দীর্ঘ দুইযুগ ধরে সৃজনশীল ও মানবতার সমন্বয় ঘটিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে কাঁধে নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, ছিন্নমূল পথশিশু ও রাস্তায় থাকা মানুষের বাসস্থান ও খাবারের ব্যবস্থা করতে থাকেন ফারুকী ।
ছোটবেলা থেকেই অসহায়, দুঃস্থ, অবহেলিত মানুষের পাশে দাড়ানোই তার স্বভাব। অসাম্প্রদায়িক চেতনাকে সামনে রেখে প্রেম-মৈত্রী, শান্তি, সম্প্রীতির পথে চলেছেন। প্রগতিশীল চিন্তা-চেতনা উন্মেষ ঘটিয়ে মানবিক মানুষ হিসেবে পরিচিতি পেয়েছেন বগুড়াসহ সারাদেশে।
সৃজনশীল প্রতিভা দ্বারা তিনি মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করতে সক্ষম হয়েছেন। তার নৈতিক মূল্যবোধ , সকলের সাথে মিলেমিশে জীবন ধারণ এবং সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে তিনি করোনাকালীন ও দুর্যোগকালীন সময়ে বহুবার এলাকার অভাবী মানুষের পাশে খাদ্য ও শিতবস্ত্র সামগ্রী বিতরণ করেছেন।
ক্ষুধার্ত মানুষকে খাবার দিতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করেন ফারুকী, বলেন মানুষের সেবা বৃহৎ পরিসরে করতে হলে রাজনীতি করা প্রয়োজন । এ প্রয়োজনবোধ হতে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ গড়া সংগঠনে দুইযুগ পূর্বে সম্পৃক্ত ।
করোনাকালিন সময়ে মানবতার সুরক্ষার জন্য শাজাহানপুর উপজেলা, বগুড়া সদর পুলিশ ফাঁড়িতে সুরক্ষা বুথ স্থাপন সহ হিজড়া সম্প্রদায়ের নিকট খাবার ও বস্ত্র বিতরণসহ হাজার হাজার মাস্ক বিতরণে বেশ সুখ্যাতি অর্জন করেছেন ।
ফারুকী বাংলাদেশ আওয়ামী তাতীলীগ বগুড়া জেলা শাখার উপদেষ্টার দায়িত্বে ছিলেন। বর্তমানে একাধারে মা নুরজাহান ইয়াছিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদ্রাসার আজীবন দাতা সদস্য, বাংলাদেশ অর্পণ রক্তদান সংস্থার সহ সভাপতি, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক, বিট পুলিশিং ইউনিট ১৩নং ওয়ার্ড বগুড়ার সহসভাপতি, সুজাবাদ উত্তরপাড়া বাইতুল মামুর সিদ্দিকিয়া কেন্দ্রীয় জামে মসজিদ বগুড়ার সহসভাপতি, যুব সমবায় সমিতি, সুজাবাদ, শাজাহানপুর, বগুড়ার প্রতিষ্ঠাতা সহসভাপতি, ড. মোহাম্মাদ শহিদুল্লাহ প্রতিষ্ঠিত বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের আজীবন সদস্য, বাংলাদেশ সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও ইভটিজিং প্রতিরোধ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব সততা ও নিষ্ঠার সহিত পালন করে আসছেন।
ইতিপূর্বে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির নির্দেশ ক্রমে সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের ও বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এবং সদস্যসচিব ফরিদুন্নাহার লাইলীর স্বাক্ষরিত কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
জনপ্রতিনিধি হতে চান কি না এমন প্রশ্নে ফারুকী জানান, বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হয়ে দেশ জাতি, সমাজের জন্য কাজ করতে চাই। এছাড়াও যদি শাহজাহানপুর উপজেলার মানুষ চায় তাহলে সকল শ্রেণীপেশার মানুষদের জন্য কাজ করে যেতে চাই।
সভাপতি অনুমোদিত হওয়ায় মাদ্রাসার সুপার জাহিদুল ইসলাম তাকে অভিনন্দন জানিয়েছেন।