নিজস্ব প্রতিবেদক । ২৪ জুন ২০২৩
বাংলাদেশ নিয়ে ১২ মার্কিন কংগ্রেসম্যানের চিঠি প্রত্যাখ্যান করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ৫ শতাধিক বাংলাদেশি-আমেরিকান।
নিউইয়র্কে দুই প্রবাসী সাখাওয়াত আলী ও জেড এ জয় ক্ষুব্ধ প্রবাসীদের কাছ থেকে এ স্বাক্ষর সংগ্রহ করছেন। এতে বৃহস্পতিবার পর্যন্ত ৫০৯ জন স্বাক্ষর করেছেন। এতে দাবি করা হয়েছে, ১২ কংগ্রেসম্যানের চিঠিতে বিএনপি-জামায়াত জোট সরকার আমলের সংখ্যালঘু নির্যাতন, জঙ্গিবাদ ও অপরাধমূলক কোনো তথ্য না থাকায় তা পক্ষপাতদুষ্ট এবং অগ্রহণযোগ্য। হঠাৎ করে ১২ কংগ্রেসম্যানের বাংলাদেশ নিয়ে অতি আগ্রহের কারণ অনেকটা রহস্যময় এবং অগ্রহণযোগ্য বলে মন্তব্য করা হয়েছে স্বাক্ষর সংগ্রহের এ আবেদনে।
স্বাক্ষর সংগ্রহের পর তা শিগগিরই প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে লিখিত আকারে দাখিল করা হবে বলে জানান সাখাওয়াত আলী ও জেড এ জয়। একই সঙ্গে তা সংশ্লিষ্ট কংগ্রেসম্যানদেরও দেওয়া হবে।