নিজস্ব প্রতিবেদক । ২৪ অক্টোবর ২০২২
মো কামাল হোসেনঃ
ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় লিড বাংলাদেশ প্রকল্পের মিট আপে আন্দুলবাড়ীয়ার তরুণ কৃষি উদ্যোক্তা মিতুল হোসেন ও তার টিম এর উদ্যোগে গড়া সোসাইল একশন প্লান ফ্রেশ ফুড এগ্রো'র সাথে ভেজালমুক্ত পণ্যের ব্যাপক চাহিদা, সামাজিক ব্যবসার বিস্তার, নায্য মূল্যে বিপণন, নিরাপদ খাদ্য উৎপাদন ও সঠিকভাবে বাজারজাত করণের প্রয়োজনীয়তা তুলে আন্দুলবাড়ীয়ার যুবদের নিয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৪ টায় আন্দুলবাড়ীয়ার যুবদের নিয়ে আন্দুলবাড়ীয়া কলেজ মাঠ প্রাঙ্গণে এ কমিউনিটি ফলো আপ মিটিং সম্পন্ন করা হয়।
এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন লিড বাংলাদেশ প্রকল্পের চুয়াডাঙ্গা প্রকল্প কর্মকর্তা মাসুদুর রহমান, ইয়ুথ টিম লিডার মোঃনাঈমুর রহমান খান,মোঃ মিতুল হোসেন ,তাছলিম উদ্দীন, আরিফুল ইসলাম, মোঃ রিয়াদ মন্ডল, আসামুল, মোঃহিরণ, রুমন হোসেন, আরাফাত,
সাইফুজ্জামান,হাবিব শেখ, শাওন, আশিক হোসেন,সামাল, প্রান্ত,শীতল, আসাদ সহ স্থানীয় আরও অনেকেই।