ড্রোন উড়িয়ে সার্বিয়ার ওপর গোয়েন্দাগিরি চালাচ্ছে ব্রাজিল!

নিজস্ব প্রতিবেদক । ২৫ নভেম্বর ২০২২

ড্রোন উড়িয়ে সার্বিয়ার ওপর গোয়েন্দাগিরি চালাচ্ছে ব্রাজিল!


খবরটা হঠাৎ করেই চাউর। তবে এর সত্যতা নিশ্চিত করতে পারেননি স্বয়ং সার্বিয়ান কোচ দ্রাগান স্তয়কোভিচ। তিনি এমন খবরে বেশ অবাক! ব্রাজিল কেন এমনটা করতে যাবে? তাঁর সাফ কথা।আজ রাতে লুসাইল স্টেডিয়ামে (বাংলাদেশ সময় রাত একটা) বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হচ্ছেন নেইমার-রিচার্লিসন-রাফিনিয়া-ভিনিসিয়ুসরা। ম্যাচের আগে ব্রাজিল একটু রাখঢাকই রাখছে। এখনো পর্যন্ত নিজেদের প্রথম একাদশ নিয়ে তেমন কোনো আভাস দেননি কোচ তিতে।

তবে হঠাৎ করেই গুজব রটেছে, ব্রাজিল না কি সার্বিয়ার অনুশীলন মাঠে ড্রোন উড়িয়ে গোয়েন্দাগিরি চালাচ্ছে। কিন্তু সার্বিয়ান কোচ স্তয়কোভিচের প্রশ্ন, এমন গোয়েন্দাগিরি যদি ব্রাজিল করেও থাকে, তাতে তাদের লাভ খুবই সামান্য। এমন কিছুর আশঙ্কা অবশ্য উড়িয়েই দিয়েছেন এই কোচ।

আল রাইয়ানের আল আরাবি স্পোর্টস কমপ্লেক্সে রাস্তার এপার-ওপারে ব্রাজিল আর সার্বিয়ার বেজ ক্যাম্প। কেউ কারও চেয়ে খুব দূরে নেই। সার্বিয়ান কোচ স্তয়কোভিচ ব্রাজিলের ড্রোন ওড়ানোর খবরের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘ব্রাজিল কেন আমাদের ওপর ড্রোন উড়িয়ে গোয়েন্দাগিরি চালাবে? তাদের এসবের প্রয়োজন নেই। ব্রাজিল ফুটবলের সুপার পাওয়ার। আমরা এমন কিছু নই, যে তাদের ড্রোন উড়িয়ে কৌশল বুঝতে হবে।’

গোটা বিষয়টিকেই গুজব মনে করেন স্তয়কোভিচ, ‘আমি মনে করি এটা পুরোপুরি ভুল একটা খবর, গুজব। এটা যদি সত্যও হয়, ব্রাজিল যদি সত্যি সত্যিই ড্রোন ওড়ায়, তাহলে আমি মনে করি, তাদের বিশেষ কিছু খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম।’

আজকের ম্যাচে ব্রাজিল প্রথম থেকেই যে আক্রমণে ঝাঁপাবে, এটা জানেন স্তয়কোভিচ। কিন্তু বিনা চ্যালেঞ্জে নেইমার-রিচার্লসন-কাসেমিরোদের যে সার্বিয়া ছেড়ে দেবে না, সেটিও জানিয়ে রেখেছেন স্তয়কোভিচ। কোচ তিতে তাঁর বিশ্বকাপ স্কোয়াডে রেখেছেন ৯ ফরোয়ার্ডকে। এ নিয়ে কিছুটা রসিকতাই করেছেন স্তয়কোভিচ, ‘আমাদের বিপক্ষে ব্রাজিল ৪ স্ট্রাইকার খেলাবে, এটা নিশ্চিত। কিন্তু, রক্ষণে খেলবে কারা? আদৌ কি কেউ খেলবে?’

ব্রাজিলের প্রতি একরাশ শ্রদ্ধাই আছে সার্বিয়া কোচের, ‘ব্রাজিল দুর্দান্ত দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন তারা। দুনিয়ার অন্যতম সেরা দল। আমি মনে করি, ব্রাজিলের দলটি এ মুহূর্তে তাদের সোনালি প্রজন্ম। সার্বিয়ার জন্য খুবই কঠিন একটা ম্যাচ অপেক্ষা করে আছে। প্রতিটা ম্যাচই ০-০ অবস্থায় শুরু হয়, তাই আমাদের সুযোগ থাকবে জেতার। তবে এটা বলতে পারি আমরা কাউকে ভয় পাই না।’

নিজের দল সার্বিয়াকে নিয়ে স্তয়কোভিচের মূল্যায়ন, ‘আমরা এখন অনেক পরিণত দল। আমাদের খেলোয়াড়েরা বিশ্বকাপে আগে খেলে আত্মবিশ্বাসী, তবে এবারের বিশ্বকাপ আমাদের জন্য নতুন এক চ্যালেঞ্জ।’