গুরুদাসপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক । ২৬ ফেব্রুয়ারি ২০২৩

গুরুদাসপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্টিত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
"স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ" এই স্লোগানকে  সামনে রেখে নাটোরে গুরুদাসপুর উপজেলা প্রশাসন প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রাণি সম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন ও সমাপনী অনুষ্টান অনুষ্টিত হয়েছে।

শনিবার  সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে  উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে এ মেলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন, কেন্দ্রীয় যুব মহিলালীগের সাবেক সহ-সভাপতি এড. কোহেলী কুদ্দুস মুক্তি, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকসানা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রদর্শনীর ৪০টি স্টলে ৩টি শ্রেনীতে খামারীরা তাদের উন্নত জাতের গরু,মহিষ, ঘোড়া,ছাগল-ভেড়া,দুম্বা,গাড়ল,কবুতর,খরগোশ,হাঁস-মুরগিসহ গৃহপালিত নানা ধরনের প্রাণি প্রদর্শন করছেন। প্রদর্শনী শেষে বড়প্রানী,মাঝারী,পাখি ও প্রযুক্তি শ্রেনীর সেরা ৯জনকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সফল নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশে প্রাণী সম্পদ পালনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণে যুবকরা অর্থনীতিতে ভূমিকা রেখে চলছে। তিনি আরো বলেন, দেশকে এগিয়ে নিতে বেকাররা গাভী, ষাড় পালনের মাধ্যমে বেকারত্ব সমস্যা দূরীকরণ করা সম্ভব। গবাদিপশু পাখি পালনে সহযোগিতা করার আশ্বাস দিয়ে তিনি বলেন পশু পাখি পালন করে সফলতা অর্জন করা সম্ভব।