নিজস্ব প্রতিবেদক । ২৬ ফেব্রুয়ারি ২০২৩
কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ :
নওগাঁয় বিয়ের তিন বছর পর বিয়ের সময় চুক্তি করা যৌতুকের টাকা ও একটি খাটের দাবিতে সুখী বেগম (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বাশুড়ীর বিরুদ্ধে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তাকে হত্যা করে ঘরের ভিতর ফেলে রেখে বাড়িতে তালা দিয়ে বাড়ির সদস্যরা গা ঢাকা দেন। দীর্ঘক্ষণ বাড়িতে কারো সারা শব্দ না পেয়ে প্রতিবেসীরা ঘরের জানালা দিয়ে উঁকি দিলে সুখী বেগমের লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে থানা পুলিশে খবর দিলে সন্ধ্যায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহত সুখী বেগম নওগাঁ সদর উপজেলার খলিসাকুড়ি গ্রামের আলী হোসেনের ছেলে হোসেন আলীর স্ত্রী ও পাশর্^বর্তী কাদোয়া গ্রামের আকরাম হোসেনের মেয়ে।
খবর পেয়ে নিহতের স্বজনেরা উপস্থিত হন খলিসাকুড়ি গ্রামে। তারা জানান, তিন বছর আগে তাদের বিয়ে হয়। তাদের দুই বছর বয়সের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের সময় একটি খাট ও নগদ টাকা যৌতুক দেয়ার কথা থাকলেও সুখীর গরীব বাবা তা দিতে পারেননি। এরমধ্যে কিছু টাকা দিলেও শনিবার সকালে সুখীর মা বাবাকে ডেকে আবার এক লক্ষ টাকা ও একটি খাট দাবি করে হোসেন আলী ও তার মা শেফালী বেগম। সুখীর মা বাবা খুব দ্রুত এগুলো দেবার প্রতিশ্রুতি দিয়ে দুপুরে বাড়ি ফিরে যান। কিন্তু তার পরপরই এই মর্মান্তিক ঘটনা ঘটে।
সুখীর মরদেহের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন রয়েছে। এব্যাপারে সুখীর বাবা বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফায়সাল বিন আহসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।