পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে যেতে পারেননি শরীয়তপুরের ৩ এমপি

নিজস্ব প্রতিবেদক । ২৫ জুন ২০২২

পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে যেতে পারেননি শরীয়তপুরের ৩ এমপি

গৌরবময় মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে শরীয়তপুরের লাখো মানুষ এরই মধ্যে বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটের জনসভাস্থলে পৌঁছেছেন। কিন্তু করোনা পজিটিভ হওয়ায় জনসভায় যোগ দিতে পারছেন না শরীয়তপুরের তিন সংসদ সদস্য।

শনিবার (২৫ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে পোস্ট করে করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেছেন তারা নিজেই।

তারা হলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক।

ইকবাল হোসেন অপু তার নিজের ফেসবুকে লেখেন,"আমাদের সপ্নের পদ্মা সেতু উদ্বোধনের লক্ষে বিগত ১ মাস ধরে সকল নেতাকর্মী অক্লান্ত পরিশ্রম করেছেন। তার প্রতিফলন ঘটবে আজ হাজার হাজার জনতার সমাগমে মুখরিত হবে এই পদ্মাপাড়ে আমাদের অভিবাবক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে" ।
আরো লেখেন "দুরভাগ্যক্রমে আমার বন্ধু পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী এ.কে.এম. এনামুল হক শামীম এম.পি, ভাতিজা শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এম.পি, আমি সহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে কোভিটে আক্রান্ত হয়েছি বিধায় আপনাদের সাথে অংশগ্রহণ করতে পারছি না"

সবশেষে মাননীয় প্রধানমন্ত্রীকে জয়বাংলা, জয়বঙ্গবন্ধু ও জয় শেখ হাসিনা শ্লোগানে শুভেচ্ছা এবং স্বাগত জানানোর জন্য সকলকে বিনীত অনুরোধ জানান এই সাংসদ।