গুরুদাসপুরে স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্নহত্যা

নিজস্ব প্রতিবেদক । ২৫ অক্টোবর ২০২২

গুরুদাসপুরে স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্নহত্যা


গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের মকিমপুর মধ্যমপাড়া গ্রামে স্ত্রীর ওপর অভিমান করে আব্দুর রব নিরব (১৬) নামের এক কিশোর স্বামী নিজ ঘরের ডাবের গাছের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেছেন। আজ মঙ্গলবার সকালে ৭ টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরবের লাশ উদ্ধার করেছে।

স্বানীয় সূত্রে জানা যায়, দুই মাস আগে পারিবারিকভাবে বিয়ে করেন নিরব। বিয়ের পর থেকে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। গত শুক্রবার তার স্ত্রী বাবার বাড়িতে যায়। এতেই রাগে ক্ষোভে আজ রাতে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেন নিরব। তিনি মকিমপুর গ্রামের মিন্টু আলীর ছেলে।

নিরবের বাবা মিন্টু আলী বলেন,আমার ছেলের পছন্দে দুই পরিবার মিলে তাদের বিবাহ বন্ধন করাই। কিন্তু বিয়ের পরে তাদের বনিবনা হচ্ছিল না। মাঝে মধ্য তাদের খুনসুটি লেগেই থাকতো। আমরা এটাকে সাবাভিক মনে করে ছিলাম।সামান্য এই ঘটনায় আমার ছেলে আত্নহত্যা করবে এটা মানতে পারছি না। কথা বলতে বলতে প্রলেপ করতে থাকে।

এ বিষয়টিকে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।