পলাশবাড়ীতে দুটি অবৈধ ইটভাটা ১১ লাখ টাকা জরিমানা ও বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক । ২৭ জানুয়ারি ২০২৩

পলাশবাড়ীতে দুটি অবৈধ ইটভাটা ১১ লাখ টাকা জরিমানা ও বন্ধের নির্দেশ

তৌহিদুল ইসলাম(বিপ্লব) পলাশবাড়ি গাইবান্ধাঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১১ লাখ টাকা জরিমানা সহ আগুন নিভিয়ে দিয়ে দুই ভাটা মালিকের নিকট থেকে ভাটা না চালানোর মুচলেকা নেয়া হয়েছে।

২৬ জানুয়ারী দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৪নং বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামের শরিফুল ইসলামের এম.এস.এ ব্রিকস ইটভাটায় ৬ লাখ টাকা এবং একই ইউনিয়নের সেলিম মিয়ার এস.এস.বি ব্রিকস ইটভাটায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়। ৩ ফসলী কৃষি জমির উপর ও শিক্ষা প্রতিষ্ঠানের পার্শ্বে বৈধ কাগজপত্র ছাড়াই ইটভাটা স্থাপন করায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন রংপুর পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট হাসান-ই-মোবারক এবং পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম ফয়েজ উদ্দিন।
এসময় পলাশবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট সহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।