মৎস্য খাতে দূর্নীতি রোধে প্রধান উপদেষ্টার কাছে ব্যবসায়ীর খোলাচিঠি

নিজস্ব প্রতিবেদক । ২৬ জানুয়ারি ২০২৫

মৎস্য খাতে দূর্নীতি রোধে প্রধান উপদেষ্টার কাছে ব্যবসায়ীর খোলাচিঠি


মৎস্য খাতে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে প্রধান উপদেষ্টা বরাবর একটি খোলাচিঠি লিখেছেন ব্যবসায়ী । তিনি লিখেছেন ১৭ বছর যাবৎ অবৈধ ভাবে আন্ডার ইনভয়েজ এর মাধ্যমে, দুবাই, ভারত, চায়না, মায়ানমার ও বিশ্বের অন্যান্য দেশে পাহাড় সমান টাকা অবৈধ ভাবে পাচার হচ্ছে।

অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত লোকদের ছত্রছায়ায় দেশের হাজার, হাজার, কোটি বৈদেশীক মুদ্রা অবৈধ ভাবে পাচার করে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

দর্শকদের সুবিধার্থে ঐ ব্যবসায়ীর খোলাচিঠি উবহু তুলে দেওয়া হলো:

বিষয়ঃ মৎস্য অধিদপ্তর এর দুর্নীতি প্রসঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ দৃষ্টি আকর্ষণ।

বাংলাদেশের প্রধান উপদেষ্টা, ডাঃ মোঃ ইউনুস স্যার এর নিকট আকুল আবেদন জানাচ্ছি যে আমার এই তথ্য গুলি বিশেষ ভাবে অনুসন্ধান করার অনুরোধ জানাচ্ছি। উত্তরা, নলভোগ, এ অবস্থিত, কাঁকড়া, কুইচ্চা, রপ্তানী প্রসেসিং জোন হতে হুন্ডির চক্রের অপরাধ থামানো বা দেখার কেও নেই। এখানে শত, শত, কোটি ইউ-এস, ডলার পাচার হয়ে আসতেছে বিগত ১৭ বছর যাবৎ অবৈধ ভাবে আন্ডার ইনভয়েজ এর মাধ্যমে, দুবাই, ইন্ডিয়া চায়না, মায়ানমার ও বিশ্বের অন্যান্য দেশে পাহার সমান টাকা অবৈধ ভাবে পাচার হচ্ছে। ও আরো কিছু শত খানেক এর মতো হুন্ডির অফিস খুলে বসেছে।

তার মূলে যাহারা, রয়েছেন, তারা ধরাছোয়ার বাহিরে আছে।
দেশের বিশেষ দায়িত্বপ্রাপ্ত লোকদের ছত্রছায়ায় দেশের হাজার, হাজার, কোটি বৈদেশীক মুদ্রা অবৈধ ভাবে পাচার করে হচ্ছে। দেশের উন্নয়নের স্বার্থে এই দুর্নীতি গুলি এখনি বন্ধ হওয়া দরকার,

অতএব, জনাবেন নিকট আকুল আবেদন এই যে দেশের আর্থিক ব্যবস্থা উন্নতির স্বাথে বিষয়গুলি বিশেষভাবে অনুসন্ধান করে দুর্নীতি কারীদের কঠোর হস্তে দমন করার অনুরোধ রইল।