নিজস্ব প্রতিবেদক । ২৬ আগস্ট ২০২২
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘সরকার মানুষের পেটে তিনবার লাথি মেরেছে। একবার রিজার্ভ সংকটের ফলে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন করে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে বেশি দামে আমদানি করে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। আবার তেলের দাম বাড়িয়ে মানুষের পেটে লাথি মারা হয়েছে।’
তিনি বলেন, ‘দেশ আল্লাহর ওয়াস্তে চলছে। সরকার আছে বলে মনে হচ্ছে না। সব সেক্টরে দুর্নীতি হচ্ছে।’
শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সনাতন পার্টির (বিএসপি) আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জিএম কাদের এসব কথা বলেন।
বিদ্যুৎ-জ্বালানি এ দুই খাতকে দুর্নীতির আখড়া উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘আমি জ্বালানি খাতে চাকরি করেছি। অয়েল সেক্টরে দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। অনেক পরিচিত লোক থাকায় আমি দুর্নীতির অনেক খবর পাই।’
জাপা চেয়ারম্যান বলেন, ‘দেশে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ব্যবসার নামে আমলাদের সহযোগিতায় লুণ্ঠনের রাজত্ব কায়েম হয়েছে। দুর্নীতির কারণে ভালো উদ্যোগ সফল হচ্ছে না। দলীয় লোক, যাদের টাকা-পয়সা আছে, তাদের লিস্ট করে টিসিবির কার্ড দেওয়া হচ্ছে। দেশের জনগণ এগুলো থেকে মুক্তি চায়।’