নিজস্ব প্রতিবেদক । ২৬ সেপ্টেম্বর ২০২২
মোঃ আবুল বাশার, জবি প্রতিনিধিঃ
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে ভর্তি কার্যক্রম। আজকে জেনে নিন গুচ্ছ অধিভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের আসন সংখ্যা। ২২ বিশ্ববিদ্যালয়ের সর্বমোট আসন সংখ্যা ১১ হাজার ৭৫৬টি।
বিজ্ঞান বিভাগের বিশ্ববিদ্যালয় ভিত্তিক আসন সংখ্যাগুলো হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ১০৩০টি, ইসলামী বিশ্ববিদ্যালয়: ৫৫০টি, খুলনা বিশ্ববিদ্যালয়: ৬৪৫টি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৩৬০টি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৭৩৩টি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯৭০টি,
কুমিল্লা বিশ্ববিদ্যালয়: ৫১৫টি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়: ২৭২টি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৬৮৫টি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় : ৬৯২টি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৬৫০টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৪৬০টি, বরিশাল বিশ্ববিদ্যালয়: ৬৪৯টি, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : ৭৫টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি: ১০০টি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়: ৩০টি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৩০+টি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১২১০টি। গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ আসন রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং আসন সংখ্যা হলো ১৪৬০টি। আর সর্বনিম্ন আসন রয়েছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে এবং আসন সংখ্যা হলো ৩০ টি।