নিজস্ব প্রতিবেদক । ২৬ সেপ্টেম্বর ২০২২
ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ কেন অশান্তি করবে- এমন প্রশ্ন রেখে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কেন নৈরাজ্য করবে? অশান্তি করলে তো আমাদের ক্ষতি। আমরা কারো সভা সমাবেশে হামলা করবো না, কারো বাড়িঘরে হামলা করবো না। তবে সতর্ক থাকবো।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় রাজধানীর শ্যামপুর বালুর মাঠে কদমতলী থানা এবং ৫২, ৫৩, ৫৮, ৫৯,৬০ ও ৬১নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু রাজপথ থেকে এসেছেন, শেখ হাসিনা রাজপথ থেকে এসেছেন। আমরা বিএনপির আস্থা চাই না, আমাদের আস্থা দরকার জনগণের। শেখ হাসিনার প্রতি জনগণের আস্থা আছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আমরা ক্ষমতায় আছি, বন্দুকের নলের মুখে কেউ আমাদের ক্ষমতায় বসায়নি। আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথ থেকে ক্ষমতায় এসেছে।
তিনি বলেন, শৃঙ্খলা মেনে দল করতে হবে। আপনারা ঐক্যবদ্ধ থাকলে যত লাফালাফি করুক আওয়ামী লীগের ঐক্যবদ্ধ শক্তির কাছে বিএনপি হারবে। যারা বিশৃঙ্খলা করবে তাদের প্রয়োজন নেই। যেখানে কলহ, খারাপ আচরণ ব্যবস্থা নেয়া হচ্ছে। নেত্রী কাউকে ছাড় দিবেন না।
সংবাদমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, যতবড় সমাবেশ হোক সরকারি দলের ছবি পত্রিকায় দেখবেন না। ছয়টি ওয়ার্ডের সমাবেশে হাজার হাজর মানুষ ফখরুল সাহেবের সমাবেশ কি এর থেকে বড়? তবু আমাদের ছবি ছাপে না। আমরা নিজের প্রচারের জন্য রাজনীতি করি না। মুক্তিযু্দ্ধের চেতনা বাঁচাতে রাজনীতি করি। স্বাধীনতা বাঁচাতে, গণতন্ত্রকে বাঁচাতে, স্বপ্নের সোনার বাংলা গড়তে বাংলাদেশকে বাঁচিয়ে রাখার জন্য আমরা রাজনীতি করি।
কাদের বলেন, বিএনপি এখন উভয় সংকটে। বিএনপির সামনে বিপদ, আন্দোলনেও বিপদ, নির্বাচনেও ভয়। নেতাও তো ঠিক নেই। কে হবে নেতা? কে হবে তাদের প্রধানমন্ত্রী?
সম্মেলন উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সাবেক এমপি এ্যাডভোকেট সানজিদা খানম।