নাটোরে মিথ্যা অপবাদে বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক । ২৬ অক্টোবর ২০২২

নাটোরে মিথ্যা অপবাদে বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতন

গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি:নাটোরের গুরুদাসপুরে মিথ্যা অপবাদ দিয়ে এক বৃদ্ধাকে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার খামারপাথুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কুলসুম বেওয়া নামে বৃদ্ধাকে উদ্ধার করে। ভুক্তভোগী কুলসুম একই এলাকার বাসিন্দা সুরত আলীর স্ত্রী।

ভুক্তভোগী বৃদ্ধা কুলসুম বেওয়া জানান, তার স্বামী অনেক দিন আগে মারা গিয়েছেন। তার চার মেয়েরই বিয়ে হয়ে গেছে। মেজো মেয়ে রফেলা বিয়ের পর থেকেই তার বাসায় জামাইসহ বসবাস করে আসছে।

তিনি আরও জানান, মঙ্গলবার তার হঠাৎ জ্বর হয়। তাকে অসুস্থ দেখে তার মেয়ের জামাই আবুল কাশেম বাজারে গিয়ে ওষুধ কিনে নিয়ে এসে তার ঘরে ঢুকে। কুলসুম বেওয়া আরো বলেন, মঙ্গলবার তার হঠাৎ জ্বর হয়। তাকে অসুস্থ দেখে তার মেয়ের জামাই আবুল কাশেম বাজারে গিয়ে ওষুধ কিনে নিয়ে এসে তার ঘরে ঢোকেন।

এর পরপরই রতন ও উজ্জ্বল নামে প্রতিবেশী দুই যুবক হইচই করতে থাকে। তারা লোকজন জড়ো করে অপবাদ দেয় যে, তিনি তার জামাইয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় ছিলেন। এ কথা বলার পরই ওই দুই যুবক তাকে টেনেহিঁচড়ে বাইরে বের করে একটি নারকেলগাছের সঙ্গে বেঁধে রাখেন এবং তাকে ও তার মেয়ে জামাইকে মারধর করেন।

এর পরপরই রতন ও উজ্জ্বল নামে প্রতিবেশী দুই যুবক হইচই করতে থাকেন। তারা লোকজন জড়ো করে অপবাদ দেন যে, তিনি তার জামাইয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় ছিলেন।

এ কথা বলার পরই ওই দুই যুবক তাকে টেনেহিঁচড়ে বাইরে বের করে একটি নারকেলগাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখে এবং তাকে ও তার মেয়ে জামাইকে মারধর করে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধা ও তার মেয়ের জামাইকে উদ্ধার করেছে। এ বিষয়ে গুরুদাসপুর থানায় পাবলিক লুইসেন্সে মামলা দায়ের হয়েছে । অভিযুক্তদের বিঙ্গ আদালতে প্রেরন করা হয়েছে।