আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা শুক্রবার- আলোচনা হবে ‘নির্বাচন, সম্মেলন ও ১০ ডিসেম্বর’ নিয়ে

নিজস্ব প্রতিবেদক । ২৭ অক্টোবর ২০২২

আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা শুক্রবার- আলোচনা হবে ‘নির্বাচন, সম্মেলন ও ১০ ডিসেম্বর’ নিয়ে

বিকাল ৪টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়েছে, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বলছে, এই সভায় মূলত আগামী জাতীয় নির্বাচন, দলের সাংগঠনিক অবস্থা বিশেষ করে দলের আগামী সম্মেলন এবং সমসাময়িক রাজনীতির বিষয় নিয়ে আলোচনা হবে।

তাছাড়া বিএনপি একের পর এক সমাবেশ কর্মসূচি দিয়ে যাচ্ছে। জমায়েতও চোখে পড়ার মতো। বিএনপির এসব কর্মসূচি, সমমনা দলগুলোর সঙ্গে ঘন ঘন বৈঠক, বিদেশি কূটনীতিকদের সঙ্গে দেখা-সাক্ষাৎ, তাছাড়া বিএনপি ঢাকায় আগামী ১০ ডিসেম্বর মহাসমাবেশ করতে চায় সেসব বিষয় নিয়েও আলোচনা হবে শুক্রবারের বৈঠকে।

এদিকে ক্ষমতাসীন দলের আরেকটি সূত্র বলছে, এই মুহূর্তে বিএনপিকে খুব একটা চাপে ফেলবে না আওয়ামী লীগ কারণ বিদেশি শক্তিগুলো বিভিন্নভাবে এই সরকারের কর্মকান্ডের ওপর নজর রাখছে। ইতিমধ্যে বর্তমান সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।