নিজস্ব প্রতিবেদক । ২৭ নভেম্বর ২০২২
মহিলা আওয়ামী লীগের সম্মেলনে দল বেঁধে নানা রঙের শাড়ি পরে নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন। সম্মেলন ঘিরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান এলাকা এখন বর্ণিল ও উৎসবমুখর। আওয়ামী লীগের সহযোগী এই সংগঠনের নেতা-কর্মীদের পদচারণা ও স্লোগানে মুখর সমাবেশস্থলের আশপাশের এলাকাও।
মহিলা আওয়ামী লীগের এটি ষষ্ঠ জাতীয় সম্মেলন। সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার (২৬ নভেম্বর) বিকেল তিনটায় সম্মেলনস্থলে এসে পৌঁছানোর কথা রয়েছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি এ সম্মেলন উদ্বোধন করবেন।
সম্মেলনে যোগ দিতে সকাল থেকেই উৎসবের মেজাজে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা সম্মেলনস্থলে আসতে শুরু করেন। নেতা-কর্মীদের উপস্থিতিতে সম্মেলনস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট নেতার ছবিসংবলিত ব্যানার নিয়ে এবং গলায় কার্ড ঝুলিয়ে নেতা-কর্মীদের সম্মেলনস্থলে প্রবেশ করেন। এ সময় অনেকের হাতে ছিল প্ল্যাকার্ড। আবার কোনো কোনো অঞ্চলের নেতা-কর্মীরা সম্মেলনস্থলে প্রবেশ করেন একই রঙের ক্যাপ পরে।
লাল পাড়ের সবুজ শাড়ি পরে রাজধানীর ভাষানটেক থানা মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সম্মেলনস্থলে আসেন। টিয়া রঙের শাড়ি পরে সম্মেলনস্থলসংলগ্ন এলাকায় সমবেত হন আদাবর থানার নেতা-কর্মীরা। দল বেঁধে গোলাপি রঙের শাড়ি পরে সম্মেলনস্থলে প্রবেশ করেন বেলকুচি উপজেলার নেতা-কর্মীরা।