নিজস্ব প্রতিবেদক । ২৭ ডিসেম্বর ২০২২
কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁয় শীতজনিত রোগ বেড়েছে। জেলার ১১ উপজেলায় বয়োবৃদ্ধ, নারী ও শিশুরা আক্রান্ত হচ্ছেন এসব রোগে। বিশেষ করে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এমাসের ২৫ তারিখ পর্যন্ত পাঁচ হাজার পাঁচশ’ দুই জন ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে জেলার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এদের মধ্যে গত এক সপ্তাহেই ভর্তি হয়েছেন বেশি। চিকিৎসকরা বলছেন শীতের প্রকোপ বাড়ায় বেড়েছে শীতজনিত রোগ।
২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ সদর আধুনিক হাসপাতাল সূত্র জানায়, গত এক সপ্তাহে ১৯ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত এই হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সাতশ’ ৬৫ জন ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দুশ’ ৯৫ জন ভর্তি হয়েছেন। আর ১ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নয়শ’ ৪৫ জন ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনশ’ ৮০ জন ভর্তি হয়েছেন।
নওগাঁ জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, চলতি মাসে জেলার ১১ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুই হাজার দুশ’ ৪৫ জন আর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ছয়শ’ ৭২ জন ভর্তি হয়েছেন।
নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল ইসলাম বলেন, ‘ঠাণ্ডার কারণে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। প্রচণ্ড শীতে ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত এসব রোগ ছড়িয়ে পড়ছে।সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।’
নওগাঁর সিভিল সার্জন ডা. আবু হেনা মো. রায়হানুজ্জামান বলেন, ‘হিসাব করে দেখা গেছে যে গত তিন-চার দিন ধরে জেলার ১১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নওগাঁ সদর হাসপাতাল মিলে প্রতিদিন গড়ে ১৫০ জন রোগী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এটাকে ঠিক প্রকোপ বলা যাবে না। তবে অন্যান্য বছরের চেয়ে এই সংখ্যা বেশি। প্রচণ্ড শীতই মূলত ডায়রিয়া ও নিউমোনিয়ার জন্য দায়ী। ঠাণ্ডাজনিত রোগ প্রতিরোধের জন্য প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যালাইন, অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় ওষুধ পর্যাপ্ত মজুত রয়েছে। এছাড়াও হাসপাতালে ভর্তি রোগীদের জন্য কম্বলের প্রস্তুতি রয়েছে।’
শীতের প্রকোপ অসহনীয় হয়ে উঠায় বিপাকে পড়েছেন জেলার খেটে খাওয়া মানুষ। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নওগাঁ শহর ও এর আশপাশের এলাকায় সূর্যের দেখা মেলেনি। সড়ক-মহাসড়কে বাস, ট্রাক, পিকআপ ভ্যানগুলাকে হেডলাইট জ্বালিয়ে ঝুঁকি নিয়ে চলতে দেখা গেছে। নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ অফিস সোমবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত শুক্রবার এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।