নিজস্ব প্রতিবেদক । ২৭ জানুয়ারি ২০২৪
কালো পতাকা মিছিল করতে রাজধানীর নয়াপল্টন এলাকা জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীর। আজ শনিবার বেলা দুইটার পর দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কালো পতাকা মিছিল বের করার কথা রয়েছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজ দেশের মহানগরগুলোতে কালো পতাকা মিছিল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এর সঙ্গে আগের দাবিগুলোর কথাও উল্লেখ করেছে বিএনপি।
অবশ্য গতকাল শুক্রবার জেলায় জেলায় কালো পতাকা মিছিল করেছেন দলটির নেতা–কর্মীরা।
বেলা দেড়টায় সরেজমিন দেখা যায়, নাইটেঙ্গেল মোড় থেকে পল্টন মডেল থানা পর্যন্ত রাস্তার দক্ষিণ পাশে সড়কে বিএনপির হাজারো নেতা–কর্মী জড়ো হয়েছেন। এ কর্মসূচিতে যোগ দিতে ঢাকার বিভিন্ন থানার পাশাপাশি আশপাশের জেলা থেকেও নেতা–কর্মীরা এসেছেন।
এত নেতা–কর্মীর উপস্থিতির কারণে নয়াপল্টনের এক পাশের সড়কে যান চলাচল প্রায় বন্ধ রয়েছে। বিপরীত পাশের সড়কেও কিছু নেতা–কর্মী অবস্থান করেছেন। ওই পাশে ধীরগতিতে যানবাহন চলাচল করছে।