নিজস্ব প্রতিবেদক । ২৮ ফেব্রুয়ারি ২০২৩
বগুড়ায় ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে পুলিশ ।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে আনুমানিক সাড়ে আটটায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা থেকে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে পুলিশ। উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড মোড় থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী।
উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী জানান, আটককৃত ব্যক্তির নাম সঞ্জয় কুমার দেবনাথ। তার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার চকবারুল এলাকার বাসিন্দা সে পেশায় একজন পল্লী চিকিৎসক।
তিনি আরও জানান, দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের তার পরিচয়পত্র দেখিয়ে নিজেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটের পরিচয় দেন। কিন্তু আমাদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তার পরিচয়পত্র ভুয়া বলে আমাদের কাছে স্বীকার করেন। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়
আটককৃত প্রতারক সঞ্জয় বিরুদ্ধে একটি প্রতারনা মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। সঞ্জয়ের নামে এর আগেও দুটি প্রতারনা মামলা রয়েছে।