নিজস্ব প্রতিবেদক । ২৭ জুলাই ২০২২
ভোট দিতে এসে দেখেন তাদের আঙুলের ছাপ নিচ্ছে না ইভিএম মেশিন। পরে টিউবওয়েলের পাশে ঘষে ঘষে আঙুল পরিষ্কার করতে দেখা যায় অনেক ভোটারকে।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার তিনটি ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলছে। বুধবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে উপজেলার হোসেনগাঁও, বাচোর ও নন্দুয়া ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শুরু হয়।
সকালে নন্দুয়া ইউনিয়নের মীরডাঙ্গী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন ভোটাররা।
সেখানে আঙুল পরিষ্কার করছিলেন সায়মা আক্তার (৩৫) নামে এক ভোটার। তিনি বলেন, এইবার প্রথম ইভিএম মেশিনে ভোট দিচ্ছি। কিন্তু মেশিন আমার আঙুলের ছাপ নিচ্ছে না। সে জন্য আঙুল ঘষে পরিষ্কার করছি। কীভাবে ছাপ নেয় না এবার দেখবো।
অন্যদিকে জিল্লুর রহমান নামে আরেক পুরুষ ভোটারকে মোটরসাইকেলের পেট্রোল বের করে হাত পরিষ্কার করতে দেখা যায়। তিনি বলেন, ‘প্রথমবার মেশিনত ভোট দিবা আসিনু। আঙুলের ছাপ নেয় না। ওই তানে গাড়ির তেল দেহেনে হাত পরিষ্কার করছু।’