নিজস্ব প্রতিবেদক । ২৮ নভেম্বর ২০২২
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবনের লালিত স্বপ্ন ছিল একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ে তোলা এবং গ্রামীণ জনগোষ্ঠীকে সামষ্টিক অর্থনীতির সাথে কিভাবে যুক্ত করা যায় সেই লক্ষ্যে তিনি সমবায় ব্যবস্থাপনা এবং বিআরডিবি মত সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন।
তিনি বলেন, কিভাবে সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করা যায় এবং একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থাপনায় অবদান রাখা যায়, এরকম একটি স্বপ্ন ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।
রোববার (২৭ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 'বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের ৩৫তম বার্ষিক সাধারণ সভা ও ড. আখতার হামিদ খান পল্লী ও সমবায় উন্নয়ন পদক প্রদান' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তাজুল ইসলাম এসব কথা বলেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়ের মাধ্যমে ক্ষুধা, দারিদ্র, শোষণ ও দূর্নীতিমুক্ত সোনার বাংলা গড়তে চেয়েছিলেন৷ এখন জাতির পিতার স্বপ্ন পূরণের জন্য সমবায় সমিতিসমূহকে কাজ করে যেতে হবে৷'
তাজুল ইসলাম আরও বলেন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ)-এর সমবায়ীদের সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে৷ সচ্ছতা ও জবাবদিহিতা বিদ্যমান থাকলে সমবায় সমিতিগুলো অধিক কার্যকরী করে গ্রামীণ অর্থনীতিতে বড় ধরণের পরিবর্তন আনা সম্ভব।
এর আগে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের পুরস্কার প্রাপ্ত সদস্যদের মধ্যে ‘ড. আখতার হামিদ খান পল্লী ও সমবায় উন্নয়ন পুরস্কার ও পদক’ প্রদান করেন৷
বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল সভায় সভাপতিত্ব করেন। এসময় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, এমপি, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ মশিউর রহমান এনডিসি, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড মহা পরিচালক সাহেদ আলী, পরিচালক ও বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।এসময় সমবায় ফেডারেশনের পরিচালকবৃন্দ, কর্মকর্তা ও উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ( ইউসিসিএ) সভাপতি এবং বাংলাদেশ ইউসিসিএ কর্মচারীরা উপস্থিত ছিলেন।