আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণ দুপুরে

নিজস্ব প্রতিবেদক । ২৭ নভেম্বর ২০২৩

আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণ দুপুরে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র আজ (সোমবার) দুপুর ১২টায় বিতরণ করা হবে।

সোমবার (২৭ নভেম্বর) আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান জানান, ইতিমধ্যে মনোনয়নপত্র প্রস্তুত করা হয়েছে। দুপুর ১২ টায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এগুলো বিতরণ করা হবে।

এর আগে রবিবার (২৬ নভেম্বর) বিকেলে ২৯৮টি আসনের দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করে আওয়ামী লীগ। নারায়ণগঞ্জ-৫ ও কুষ্টিয়া-২ আসন বাদে ২৯৮টি আসনের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।   

পুরাতনদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হয়েছেন তিন প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের একজন হুইপসহ ৭০ জন সংসদ সদস্য। রবিবার (২৬ নভেম্বর) ঘোষিত দলটির মনোনয়ন তালিকায় ঠাঁই পাননি তারা।

মনোনয়নবঞ্চিত তিন প্রতিমন্ত্রী হলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। জাতীয় সংসদের হুইপ সামসুল হক চৌধুরীও মনোনয়ন পাননি।

বাদ পড়াদের তালিকায় আছেন আওয়ামী লীগের দুই কেন্দ্রীয় নেতাও। তারা হলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন ও কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান।

তেমনি তরুণ রাজনীতিবিদ, বিনোদন জগতের তারকা, খেলোয়াড়সহ বেশ কিছু নতুন মুখ প্রার্থী তালিকায় স্থান পেয়েছে।