নিজস্ব প্রতিবেদক । ২৭ নভেম্বর ২০২৩
সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ও তফসিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ সফলে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (২৭ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকায় স্বেচ্ছাসেবক দল ও রাজধানীর বনশ্রী এলাকায় ছাত্রদল এই ঝটিকা মিছিল করে। মিছিলকাল উভয় সংগঠনের নেতাকর্মীরা তফসিল বাতিল, সরকারের পদত্যাগসহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয়।
স্বেচ্ছাসেব দলের পক্ষ থেকে জানানো হয়, সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর ধানমন্ডি এলাকায় মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্বে দেয় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। এছাড়া মিছিলে অংশ নেয় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, কামরুজ্জামান বিপ্লব, আব্দুল কুদ্দুস, সরদার মো. নুরুজ্জামান, মফিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, জসিম উদ্দিন, জেড আই কামাল, ফয়সাল আহমেদ, আলাউদ্দিন জুয়েল, আমিনুল ইসলাম মহসিন, সহ সাধারণ সম্পাদক মো. মামুন, মাহবুব আলম ফরাজী, মোর্শেদ আলাম, মো. আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির ডাকা দেশব্যাপী ৭ম দফার সর্বাত্মক অবরোধের সমর্থনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং মহানগর উওর ও দক্ষিণ ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করেছে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইমরান মজুমদার মিশু, যুগ্ম সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম খান, সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রনির নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উওরের ছাত্রনেতা হাসান, মিরাজ এবং মহানগর দক্ষিণের ছাত্রনেতা রাজ পারভেজ, গাজীপুর মহানগর ছাত্রনেতা মাসুম।
ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইমরান মজুমদার মিশু বলেন, সরকার নির্বাচনের নামে একতরফা তফসিল ঘোষণা করে গণতন্ত্রের কবর রচনা করেছে। মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই আন্দোলনে ছাত্রদল তারেক রহমানের নির্দেশনায় বিজয় না হওয়া পর্যন্ত লড়াই করে যাবে।