বগুড়ার শেরপুরে দুই দই কারখানায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক । ২৮ ডিসেম্বর ২০২২

বগুড়ার শেরপুরে দুই দই কারখানায় জরিমানা

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শেরপুরে দই তৈরিতে কৃত্রিম রং ও স্যাকারিন মিশ্রণের অপরাধে দুই কারখানার মালিককে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

২৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১ টার দিকে জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী ও জেলা নিরাপদ খাদ্য অফিসের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাজিপুর এলাকায় অভিযানে পরিচালনা করে দুই কারখানা মালিকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। এই সময় সিজান দই ঘরকে চিনির পরিবর্তে নিষিদ্ধ স্যাকারিন দিয়ে দই তৈরির অপরাধে ১৫,০০০ টাকা এবং জাফর সুইটসকে কাপড়ের রং দিয়ে বেকারি খাদ্য প্রস্তুতের অপরাধে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

এই বিষয়ে ভোক্তা অধিকার বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, 'জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে'।