নিজস্ব প্রতিবেদক । ২৮ মে ২০২৩
বিএনপি ক্ষমতায় গেলে আত্মহত্যার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
তিনি বলেন, 'দীর্ঘ নয় মাস যুদ্ধ করে, '৩০ লক্ষ শহিদের বিনিময়ে স্বাধীনতা অর্জন করে যদি আমি শুনতে পারি নৌকা হেরে গেছে বা খালেদা জিয়া ক্ষমতায় গেছে, তাহলে আমি আর বেঁচে থাকতে চাই না, আমার বেঁচে থাকার কোনো দরকার নাই'।
শনিবার (২৭ মে) সন্ধ্যায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভূটিয়ারকোনা গ্রামে মাস্টার বাড়ি এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রচারণায় এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
সংসদ সদস্য নাজিম বাংলা ওয়্যারকে বলেন, কোন কারনে যদি স্বাধীনতা বিরোধী ক্ষমতায় যায় তাহলে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি তাহলে আমাদের বেঁচে থাকার কোন অধিকার নেই। কারন আমাদের চোখের সামনে দিয়ে জাতীয় পতাকা উড়াবে, মন্ত্রী হবে, দেশ পরিচালনা করবে আর আমরা রাজাকারের হাতে নিগৃহীত হবো তারচেয়ে আমাদের মৃত্যু'ই ভালো, এটি আমাদের আত্মহত্যার সামিল।
এসময় বীর মুক্তিযোদ্ধা আরও বলেন, আমার কোনো সহায়-সম্পদ নাই। ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা-পয়সা নাই। এখন আমি নিঃস্ব, রিক্ত হিসেবে আপনাদের মাঝে আছি। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনেও ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে।