যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সরকারের নীতিনির্ধারকদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে : গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক । ২৮ মে ২০২৩

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সরকারের নীতিনির্ধারকদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে : গণতন্ত্র মঞ্চ

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ২০১৪ ও ২০১৮ সালের মতো আগামী দ্বাদশ সংসদ নির্বাচনও আরেকটি এক তরফা ও তামাশার নির্বাচন আয়োজন করতে যাচ্ছে, এটা বুঝতে পেরে ৭ মাস আগে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন ভিসানীতি ঘোষণা করেছে বলে মন্তব্য গণতন্ত্র মঞ্চের নেতাদের। তাদের দাবি, নতুন ভিসানীতি ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সরকারের নীতিনির্ধারকদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে।

রোববার (২৮ মে) দুপুরে রাজধানীর মালিবাগ মোড়ে পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে জোটের নেতারা এসব কথা বলে।

পদযাত্রায় বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সভাপতির বক্তব্যে বলেন, খবর বেরিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নাকি একই নীতি ঘোষণা করবে। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার মতো গণতান্ত্রিক দেশগুলো নাকি একই নীতি গ্রহণ করতে যাচ্ছে।

২০১৪ সাল থেকে এই সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে থেকে দেশের মানুষের মুখে চুনকালি মেখে দিয়েছে- এমন মন্তব্য করে সাইফুল হক বলেন, একটা স্বাধীন-সার্বভৌম দেশকে তারা আজকে সোমালীয় ও নাইজেরিয়ার পর্যায়ে নামিয়ে নিয়ে এসেছে। প্রধানমন্ত্রী মুখে যে উন্নয়নের কথা বলতেন, আন্তর্জাতিক সম্প্রদায় জেনে গেছে-২০১৪ সালে তারা কীভাবে একতরফা ও জালিয়াতির নির্বাচন করেছে। ২০১৮ সালে তারা দিনের ভোট রাতে করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ১৮ কোটি মানুষকে অপমান করেছে। তারা কতটুকু নির্লজ্জ যে নিজেদের আবার গণতান্ত্রিক সরকার দাবি করে।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ইতোমধ্যে নামজাদা, লাঠিয়াল সংসদ সদস্যের ভিসা যে রিজেক্ট হয়েছে তার খবরও পাওয়া গেছে। তলে-তলে কাজটা শুরু হয়েছে।

বিশ্বে বাংলাদেশের সুনাম আওয়ামী লীগ সরকার নষ্ট করে দিয়েছে উল্লেখ করে মান্না বলেন, বহু বছর ধরে বলছি-ভোট চুরি করে, জালিয়াতি করে, মানুষের সঙ্গে প্রতারণা করে, অত্যাচার-গুম করে দীর্ঘদিন ক্ষমতায় থাকা যায় না। অতএব, সময় এসেছে, এখন আপনাকে যেতে হবে। আপনি বিদ্যুৎ উৎসব করেছে, এখন পায়রা বন্দর বন্ধ হতে চলছে, ডলারের সংকটের কারণে কয়লা আনতে পারে না। জিনিসপত্র আমদানি করতে পারে না।

তিনি আরও বলেন, আমরা আন্দোলন শুরু করেছি, বন্ধ করছি না। আমাদের মধ্যে ভাঙন সৃষ্টির চেষ্টা করে, লোভ ও ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করার চেষ্টা করেছে। তবে, আমরা ভয় পাই না, লড়াই শেষ পর্যন্ত করবো। সরকারের পতন না হওয়া পর্যন্ত তা চলবে। আমরা রাতের বেলায় কারও সঙ্গে সমঝোতা করার চেষ্টা করি না।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র নতুন যে ভিসানীতি ঘোষণা করেছে এটা নাকি অন্যায় করেছে, আওয়ামী লীগের নেতারা এমনটাই বলছে। কিন্তু মানুষের ট্যাক্সের টাকায় সরকারে বসে লুটপাট করে আপনারা কেন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেন। আপনারা কেন র‌্যাব-পুলিশ দিয়ে মানুষকে রাতের আঁধারে তুলে নিয়ে নির্যাতন করেন, মেরে ফেলেন, গুম করে ফেলেন। তার জবাব তো আপনারা দেন না। বাংলাদেশের মানুষ মাথা ঠুকে-ঠুকে তার জবাব চেয়েছে, সরকার বুড়ো আঙুল দেখিয়েছে।

আওয়ামী লীগের পৃথিবী ছোট হয়ে আসছে দাবি করে সাকি বলেন, মানুষ পরিষ্কার বুঝতে পারছে, ২০১৪ ও ২০১৮ সালের মতো একটা তামাশার নির্বাচন করতে চায় তারা, কিন্তু জনগণ হতে দেবে না।

বাংলাদেশের মানুষের মর্যাদা, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি উল্লেখ করে সাকি আরও বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের মর্যাদা ভূলুণ্ঠিত করে রাষ্ট্রের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। কেবল গদি রক্ষার জন্য। দেশকে নিলামে তুলছে।