বিএনপি'র গায়ে পোড়া মানুষের গন্ধ : আ.লীগ নেতা সৈয়দ শামীম

নিজস্ব প্রতিবেদক । ২৮ আগস্ট ২০২২

বিএনপি'র গায়ে পোড়া মানুষের গন্ধ : আ.লীগ নেতা সৈয়দ শামীম

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম বলেছেন, বিএনপি এখন গণতন্ত্রের কথা বলছে অথচ নির্বাচন ঠেকানোর নামে ২০১৪ সালে পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করেছে।

তিনি বলেন, 'আপনারা দেখেছেন কিভাবে তারা পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করেছিল। বিএনপির গায়ে হত্যা সন্ত্রাস, ধর্ষণ ও দুর্নীতি ও ভোট ডাকাতির গন্ধ লেগে আছে অথচ তারা এখন গণতন্ত্রের কথা বলে, যা হাস্যকর'।

রবিবার (২৮ আগষ্ট) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী হকার্স লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,  আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় কাঁটাতারের বেড়া দিয়ে বছরের পর বছর ঘিরে রাখা হয়েছিল। দলের নেতাদের সেখানে যেতে দেয়া হয়নি, কোন মিছিল, কোন প্রোগ্রাম, কোন সমাবেশ করতে দেওয়া হয়নি। অথচ তারা এখন গণতন্ত্রের কথা বলে।


আওয়ামী লীগকে ভোট দেয়ার অপরাধে কেরানীগঞ্জে পিতার সামনে কন্যাকে ধর্ষণ করা হয়েছিল, বিএনপি নেতারা ভুলে গেছেন বোধহয় সে কথা, তিনি যোগ করেন।

তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন এবং তখন বঙ্গবন্ধুর হত্যার সংবাদ পাওয়ার পরে এই জিয়াউর রহমান বলেছিলেন ''so what, Vice-president will take over". কিন্তু সে সময়ে বাংলাদেশ সংবিধানে উপরাষ্ট্রপতির কোন পদ ছিল না। এ থেকে প্রমাণিত হয় জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিল।

১৫ আগস্টের হত্যাকাণ্ডে যারা পর্দার অন্তরালে থেকে সহযোগিতা করেছিল তাদের মুখোশ উন্মোচন করে একটি তদন্ত কমিশন গঠনের মাধ্যমে তাদের বিচারের দাবীও জানান এই আওয়ামী লীগ নেতা।

 আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন বিএনপি-জামাত এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং ঐক্যবদ্ধ থেকে তাদের মোকাবেলা করতে হবে।