আপনার জন্ম একটি নতুন সময়ের ইংগিত : রাসেল আশেকী

নিজস্ব প্রতিবেদক । ২৮ সেপ্টেম্বর ২০২২

আপনার জন্ম একটি নতুন সময়ের ইংগিত : রাসেল আশেকী

পথবিন্দু থেকে রক্তবিন্দুর সিংহাসন অবধি
বাংলাদেশ ছাপিয়ে বিশ্বমানবতার জননী
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা
আপনার প্রতি নিবেদিত এই কবিতা।

পথের দূর্বাঘাসও আপনাকে চেনে
আপনাকে চেনে তালগাছে ঝুলে থাকা বিরল বাবুইপাখি
খুব বেশি চেনে ভোরের কাক ও কোকিলের চোখ
আর দোয়েলের শিসে দোল খাওয়া ঝিঙেফুল মৌমাছি।

অমন চেনার সরলতায় ফড়িং প্রজাপতি
তুলতুলে ডানায় আপনাকে দেখায়, আর বলে, 'ভূমণ্ডলে আপনার তুলনা আপনি, আপনার বিকল্প আপনি, আপনার কর্ম অশেষ, আপনি দাঁড়ালে দাঁড়ায় বাংলাদেশ।'
আর কই মাছের ফুসফুস থেকে বেরোনো বাতাস
প্রবল জীবনীশক্তির মধুর বিস্ময়ে জানায়
'আপনি সেই রত্নগর্ভের সুযোগ্য পরমা
বিমূর্ত থেকে মূর্ত যুগের আলোকবর্তিকা।'

এখনো আপনি অমল পুরাণের সেই দুর্গতিনাশিনী
আর ইতিহাসের নেফারতিতির মতন স্বজাতির মুখে হাসি ফোটাতেই সমপৃথিবীর জনসমুদ্রে একাই এক
উন্নত শির দেশমাতৃকা!
যেদিকে তাকান সেদিকেই আলোর ভুবন
যেখান থেকে মুখ ফিরিয়ে নেন সেখানেই আঁধার ভীষণ!

যেভাবে আপনার আত্মার অশ্রুতে-ভরা নদীও জেগে ওঠে পৃথিবীর সবুজে, ক্ষমাও হতে থাকে ভালোবাসার বিকল্প শক্তি! কেননা, আপনার জন্ম একটি নতুন সময়ের ইংগিত আর পিতার মহাস্বপ্নের মুক্তি।
যে মুক্তির অনন্ত আলোয় জেগে উঠছে একটি সাহসী মানুষভূমি, আপনি সেই সাহসী মানুষভূমির মমতাময়ী জননী। সালাম সালাম সালাম হে বিশ্বমানবতার জননী
সালাম আপনার প্রতি।

শুভ জন্মদিন, মাননীয় প্রধানমন্ত্রী