আন্দোলন করে লাভ নেই, বিএনপিকে হানিফ

নিজস্ব প্রতিবেদক । ৩০ জানুয়ারি ২০২৩

আন্দোলন করে লাভ নেই, বিএনপিকে হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপির আর আন্দোলন করে লাভ নেই। বিএনপিকে এখনো আহ্বান জানাই, নির্বাচনে আসুন। নির্বাচনেই ফয়সালা হবে এই দেশ কারা চালাবে।’

রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করে।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি বলেছিল সরকারের পতন হয়ে যাবে। কিন্তু সরকারের পতন হয়নি। বিএনপির পতন হয়েছে। বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।’

আওয়ামী লীগ সরকারের আমলে দেশের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, ‘দেশের সর্বক্ষেত্রে আজ উন্নয়ন। এ জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। তিনি এই রাজশাহীকে অনন্য নগরীতে পরিণত করেছেন। এ জন্য মেয়র খায়রুজ্জামান লিটনকেও ধন্যবাদ জানাই। ১০ বছর আগে যা ছিল, সেই রাজশাহী এখন আর নেই। কিন্তু বিএনপি উন্নয়ন দেখে না। তারা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়।’

নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে হানিফ বলেন, ‘আসুন সবাই অঙ্গীকার করি, আগামী নির্বাচনে নৌকার বিজয় করে শেখ হাসিনাকে ক্ষমতায় আনব। তাহলেই দেশ এগিয়ে যাবে।’

জনসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ কেন্দ্রীয় এবং স্থানীয় অন্য নেতারা বক্তব্য দেন। সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।