নিজস্ব প্রতিবেদক । ২৯ আগস্ট ২০২২
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি ও জামায়াত কখনো আলাদা হতে পারে না। কারণ বিএনপি ও জামায়াত একই মায়ের দুই সন্তান। দুইটি দলেরই জন্মই হয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আই এস আই এর মাধ্যমে।
‘বিএনপি-জামায়াতের কর্মকাণ্ড পাকিস্তান দূতাবাস থেকে মনিটরিং করা হয়। এদের সম্পর্ক কখনো ছিন্ন হবে না। জনগণকে বিভ্রান্ত করতে এখন বিচ্ছেদের কথা প্রচার করছে’।
সোমবার (২৯ আগস্ট) বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, 'বিএনপি-জামায়াত পাকিস্তানের আইএসআই'র দ্বারা পরিচালিত। বিএনপি-জামায়াতের জন্মই হয়েছে একই জায়গা থেকে। ওই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই'র থেকে। এই দুটি দল পরিচালিত হয় একই জায়গা থেকে৷ এরা কখনো আলাদা হবে না।'
বিএনপির প্রতিষ্ঠা মেজর জিয়াউর রহমানও বাংলাদেশে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতেন বলেও দাবি করেছেন হানিফ।
তিনি বলেন, 'জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশে কাজ করেছে৷ তার প্রমাণও সে রেখে গেছে৷ কর্নেল ফারুক এক সাক্ষাতকারে বলেছিলেন, ১৫ আগস্ট হত্যাকাণ্ডের আগে তারা দফার দফার জিয়াউর রহমানের সঙ্গে বৈঠক করেছে।'
তিনি বলেন, 'এই দুটি দলকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে হবে।'
বিএনপির শাসনামলের কথা তুলে ধরে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, 'বিএনপি-জামায়াত তাদের প্রতিষ্ঠাকাল থেকেই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তারা আওয়ামী লীগের হাজার হাজার নেয়াকর্মীকে হত্যা করেছিল। ২৬ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছিল এই বিএনপি - জামায়াত। যারা আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা করেছিল, জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল, তারা এ বিষয় নিয়ে এখন মিথ্যাচার করে।'