নিজস্ব প্রতিবেদক । ২৯ আগস্ট ২০২৩
নির্বাচন উপলক্ষে অনেক ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। রাজধানীর তেজগাঁওয়ে আজ মঙ্গলবার ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সমসাময়িক রাজনীতির প্রসঙ্গ টেনে বলেন, নির্বাচন উপলক্ষে অনেক ষড়যন্ত্র হচ্ছে। শেখ হাসিনার সরকারকে সরিয়ে ক্ষমতায় আসার যে স্বপ্ন তারা দেখছে, তা বাস্তবায়িত হবে না। তাদের জনসমর্থন যে নেই, এটা তারা জানে।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা বলেন, লন্ডনে বসে ষড়যন্ত্র করা খুবই সহজ। রাজনীতি করতে চাইলে দেশে ফিরে আসুন, জেলে যান। রাজনীতি করুন। বিদেশিরা বিএনপি জামায়াতের কথায় সরকার সরিয়ে দেওয়ার মতো পাগল নয়। মার্কিন সরকার শেখ হাসিনাকে সরাতে চাইলে তাদের বিনিয়োগকারীরা এ দেশে আসত না। তারা জানে শেখ হাসিনা আবারও সরকার গঠন করতে যাচ্ছেন।
সালমান এফ রহমান বলেন, বাবা-মা, ভাইসহ পরিবারের সবাইকে হারিয়ে শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে। তাঁর সে চেষ্টা সফল হয়েছে বলেই বিদেশিদের কাছে উন্নয়নের মডেল এখন বাংলাদেশ।
সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে উল্লেখ করে সালমান এফ রহমান বলেন, আমাদের দলের নেতাকর্মীদের কাজ হবে সাধারণ মানুষের মন জয়ে মনোনিবেশ করা। মানুষের কাছে যাওয়া। উন্নয়নের চিত্র তুলে ধরা।
এছাড়া আলোচনা সভায় অন্যান্য নেতাদের বক্তব্যে উঠে আসে জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীকার ও স্বাধীনতা সংগ্রামের নানা পর্বের ইতিহাস। সপরিবারে জাতির পিতা হত্যাকান্ডের পূর্বাপরের ঘটনাবলি আলোচনা করে পলাতক খুনিদের ফিরিয়ে এনে দন্ড কার্যকর ও হত্যাকান্ডের কুশীলবদের ভূমিকা উন্মোচনের দাবি জানান তারা।
১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভা।