নিজস্ব প্রতিবেদক । ৩১ জানুয়ারি ২০২৩
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. নাটোরের গুরুদাসপুরে রাইস মিলের ফিতায় জড়িয়ে রমজান আলী (৪২) নামের এক মিল চালকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের বিন্যাবাড়ি হাজী বাজার এলাকার নূর মুছাইফ রাইচ মিলে ওই দুর্ঘটনা ঘটে। নিহত রমজান উপজেলার নাজিরপুর ইউনিয়নের ইমাদারপাড়া এলাকার মৃত বয়েন আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রমজান দীর্ঘদিন ধরে এই রাইচ মিলে ধান ভাঙানোর চালক হিসাবে কর্মরত। ঘটনার দিন ধান ভাঙানোর রাইচ মিলের চলন্ত ফিতায় আঠা লাগানোর সময় তার (রমজান) হাত আটকে যায়। এতে তার পুরো দেহ ফিতায় আটকে গেলে শরীরের বিভিন্ন অংশ কেটে পড়ে যায়। পরে স্থানীয়রা মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পুলিশকে খবর দেয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।