পটুয়াখালিতে নববধূকে আনতে গিয়ে ট্রলারডুবে বরসহ নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক । ৩০ এপ্রিল ২০২৩

পটুয়াখালিতে নববধূকে আনতে গিয়ে ট্রলারডুবে বরসহ নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধার

পটুয়াখালীর দশমিনায় নববধূকে আনতে গিয়ে ট্রলারডুবিতে বরসহ নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৪১ ঘণ্টা পর রোববার সকালে বুড়াগৌরঙ্গ নদীর বিভিন্ন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় নিখোঁজ ব্যক্তিদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- বর রাব্বি হাওলাদার, তার মা সেলিনা বেগম, ফুপাতো বোন খাদিজা বেগম ও মারুফা বেগম।

এদিকে নিহতদের পরিবারকে পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার বিকালে স্থানীয় এমপি এসএম শাহজাদার উপস্থিতিতে পটুয়াখালী প্রশাসনের পক্ষে ইউএনও নাফিসা নাজ নীরা ওই অর্থ সহায়তা দেন। এছাড়াও এমপি ব্যক্তিগতভাবে নিহতদের পরিবারকে ৩০ হাজার টাকা সহায়তা দেন।

উপজেলার রনগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়ার গ্রামের মনির হাওলাদারের ছেলে রাব্বি হাওলাদার চরবোরহান ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হুমায়ুন মুন্সির মেয়ে সুমাইয়া আক্তারকে বিয়ে করেন। শুক্রবার নববধূ ১৪-১৫ জন আত্মীয় স্বজনকে নিয়ে ট্রলারযোগে বাড়ির ফিরছিলেন। তাদের ট্রলার আউলিয়াপুর লঞ্চঘাটের কাছাকাছি গিয়ে ঝড়ের কবলে পড়ে বুড়াগৌরঙ্গ নদীতে তলিয়ে যায়।

এতে রাব্বি হাওলাদারের ফুপু লিপি আক্তার পানিতে ডুবে মারা যান। ওই সময় বর রাব্বি হাওলাদার ও তার মা সেলিনা বেগমসহ চারজন নিখোঁজ হন।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরা যুগান্তরকে বলেন, উপজেলা প্রশাসন নিহতদের পরিবারের সব সময় খোঁজ নিয়েছে। নিহতদের পরিবারকে পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।