নতুন প্রজন্মকে সাম্প্রদায়িকতার বিষয়ে সজাগ থাকার আহ্বান সুজিত রায় নন্দীর

নিজস্ব প্রতিবেদক । ৩০ জুলাই ২০২২

নতুন প্রজন্মকে সাম্প্রদায়িকতার বিষয়ে সজাগ থাকার আহ্বান সুজিত রায় নন্দীর



অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন প্রজন্মের বন্ধুদের সাম্প্রদায়িকতার বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

শনিবার বিশ্ব বন্ধু দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল হলে ‘সম্প্রীতির বাংলাদেশ নির্মাণে বন্ধুত্বের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
সুজিত রায় নন্দী বলেন, সাম্প্রদায়িকতার বিষাক্ত ছোবলে আক্রান্ত হচ্ছে আমাদের সমাজ। সাম্প্রদায়িক সংঘাতে আজ মানুষ ও মনুষ্যত্বের মানবীয় মর্যাদা অস্তিত্বের সংকটে। ধর্মের নাম ব্যবহার করে একটি চক্র আমাদের সমাজে অধর্ম ছড়িয়ে দিচ্ছে। এই চক্রের হাতে ধর্মও আজ নিরাপদ নয়। এরা ধর্মকে কলুষিত করছে। মানবতা ভূলুণ্ঠিত করছে। প্রতিটি ধর্ম মানবতার কথা বলে, শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে। বন্ধুত্বের মধ্য দিয়েই শান্তিপূর্ণ সহাবস্থান করা সম্ভব। বন্ধুত্বের শক্তি কাজে লাগিয়ে যুব-তরুণদের সম্প্রীতির বাংলাদেশ নির্মাণে এগিয়ে আসতে হবে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বন্ধুত্বের সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, সাম্প্রদায়িকতা সভ্যতার শত্রু, মানবতার শত্রু। দেশের ও জাতির শত্রু। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছিল, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হলে যে কোনো বিষয়ে সফলতা অর্জন করতে পারি। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তা প্রমাণ হয়েছে।

আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, সব ক্ষেত্রে বন্ধুত্ব গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধু দিবসে আমাদের সব ধর্মের বন্ধুদের প্রতি আহ্বান- বন্ধুদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা নয়। প্রতিহিংসা সব কিছু ধ্বংস করে দেয়। হানাহানি থাকবে না। ভেদাভেদ থাকবে না। শ্রদ্ধা-সম্মান থাকবে। সব ধর্মের বন্ধুরা একে অপরকে শ্রদ্ধা-সম্মান করবে। একজনকে সম্মান করলে আমার সম্মান বাড়বে।

সুজিত রায় নন্দী বলেন, সামাজিকমাধ্যম ফেসবুকে সত্য-সুন্দর ও ন্যায়ের বিষয় তুলে ধরতে হবে। ফেসবুকের মাধ্যমে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হবে আত্মহত্যার শামিল। অসামাজিক ও অশ্লীলতা ফেসবুকে ছাড়ানোও হচ্ছে অপরাধের কাজ। এদের বিষয়ে আমাদের সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।