নিজস্ব প্রতিবেদক । ৩০ সেপ্টেম্বর ২০২৩
মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয় ও তানজিদ তামিমের দলে থাকাটা বগুড়াবাসীর জন্য বিশাল গৌরবের বিষয়। জাতীয় দলে একই এলাকার তিন খেলোয়াড়। ২০২৩ বিশ্বকাপ ক্রিকেট মঞ্চের ১৫ সদস্যের তালিকায় রয়েছেন তাঁরা।
বিশ্বকাপের জার্সি গায়ে মুশফিকুর রহিম তার ভেরিফাইড ফেসবুকে একটি ছবি পোষ্ট করেন। মুহুর্তেই সেটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
২০০৫ সালে জাতীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়া আজকের মিস্টার ডিফেন্ডবল মুশফিকুর রহিমের আগে বগুড়ার কোন ক্রিকেটার জাতীয় দলে সুযোগ পায়নি। দীর্ঘ ক্যারিয়ারে মুশফিক নিজেকে প্রমাণ করেছেন অপরিহার্য ক্রিকেটার হিসেবে।
মুশফিকের পথ ধরে জাতীয় দলে জায়গা করে নেন শফিউল ইসলাম সুহাস। এই পেসার তার ক্যারিয়ার দীর্ঘ করতে না পারলেও যতদিন দলে ছিলো তত দিন দাপট দেখিয়ে শাসন করেছেন প্রতিপক্ষকে। বগুড়ার ক্রিকেট যে অনেক এগিয়ে গেছে তার প্রমাণ রেখেছেন অনুর্ধ-১৯ বিশ্বকাপ ক্রিকেট দলের হয়ে খেলা তামিম ও হৃদয়।
এই দুই যুবা অনুর্ধ-১৯ বিশ্বকাপ ক্রিকেট শুধু খেলেনই নি, তাদের ওই দল চ্যাম্পিয়নও হয়েছিল। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়েরা যুব বিশ্বকাপ জেতার পরই স্বপ্ন দেখেছিলেন জাতীয় দলে খেলার। সদ্য শেষ হওয়া এশিয়াকাপ ক্রিকেটের ১৭জনের দলে ঠাঁই পেয়েছিলেন তানজিদ তামিম ও তৌহিদ হৃদয়।