নিজস্ব প্রতিবেদক । ৩১ জানুয়ারি ২০২৩
বগুড়া থেকে- বগুড়ার জলেশ্বরীতলায় বেশ কিছুদিন আগেও হোটেল ব্যবসা করত পা-কাটা শিহাব। এর আগে রানার প্লাজায় ছিল ফাস্টফুডের ব্যবসা।
সারিয়াকান্দির বিএনপির এক নেতার খুব কাছের কর্মী হিসেবে বাইক নিয়ে দাপিয়ে বেড়াত এই শিহাব। সাবেক যুবদল কর্মী শিহাব প্রসাশনের চোখ ফাঁকি দিয়ে করত ইয়াবা বিক্রি।
তাঁর একটি পা কাটা থাকলেও কৃত্রিম পা লাগিয়ে দিব্বি বাইক দাবড়ে বেড়াত। এবার আর শেষ রক্ষা হয়নি, র্যাবের হাতে ৯২০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার হয়েছে এই শিহাব।
শহরের সাতমাথা মোড়স্থ সপ্তপদী মার্কেট'র সৈকত হোটেলের সামনে থেকে তাঁকে ইয়াবা বিক্রির সময় র্যাব ১২'র সদস্যরা আটক করে। মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত শিহাব উদ্দিন সেলিম (৩০), সোনাতলা উপজেলার পাকুল্লা আগপাড়া গ্রামের মৃত রেজাউল করিম এর ছেলে।
র্যাব জানিয়েছে সে দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে বগুড়ার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।