এবারের বই মেলায় আসছে বিদ্যুত জাহিদের উপন্যাস ‘সোনালি অভিশাপ’

নিজস্ব প্রতিবেদক । ০১ ফেব্রুয়ারি ২০২৩

এবারের বই মেলায় আসছে বিদ্যুত জাহিদের উপন্যাস ‘সোনালি অভিশাপ’

এবারের অমর একুশে বইমেলায় আসছে লেখক বিদ্যুত জাহিদের লেখা পঞ্চম বই 'সোনালি অভিশাপ'। এটি একটি উপন্যাস।

পহেলা ফেব্রুয়ারিতে উদ্বোধন হওয়ার পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাসব্যাপী অনুষ্ঠিত বই মেলাতে এটি পাওয়া যাবে। আগ্রহীরা সরলরেখার ৩৫৬ নং স্টলে গিয়ে 'সোনালি অভিশাপ' উপন্যাসটি সংগ্রহ করতে পারবেন।

লেখক বিদ্যুত জাহিদ তার এই উপন্যাসের প্রেক্ষাপট তুলে ধরে ‘বাংলা ওয়্যার’-কে বলেন, 'উপন্যাসটির প্রেক্ষাপট ইছামতি নদীর এই পাড়ের সাতক্ষীরা এবং ঐ পাড়ের উত্তর চব্বিশ পরগনার ভূঅঞ্চল ঘিড়ে আবর্তিত। বাংলা সাহিত্য হইতে বিলুপ্ত প্রায় সাধু রীতি’র আস্বাদন পাওয়া যাইবে এই বইটিতে। সাথে থাকিবে সময়ের অতলে শেষ হইয়া যাওয়া জমিদারী সমাজের আলো আঁধারের খেলা।'

উপন্যাস সম্পর্কে বলতে গিয়ে লেখক জাহিদ বলেন, 'ইতিমধ্যে তার লেখা বইটি পাঠকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
এবারের একুশে বই মেলায় বইটি সর্বোচ্চ সংখ্যক বিক্রি হবে বলে আশা রাখছি।'

এছাড়াও বিদ্যুত জাহিদের লেখা কাব্যগ্রন্থ হলো-এক আমি শ্রাবণ, শাল পিয়ালের বনে চন্দ্রিমা রাতে, নদীর নাম পারুল। তিনি ছোটগল্পও লিখেছেন সেটি হলো-'বুকে বৃষ্টির শব্দ' এবং বর্তমানে তিনি আরও কিছু বই লেখার কাজ করছেন যেগুলা আগামী বই মেলায় প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এই লেখক, কবি এবং সাংবাদিক।

লেখালেখির পাশাপাশি তিনি সাংবাদিকতার সাথেও জড়িত আছেন। বর্তমানে তিনি ‘বাংলা ওয়্যার’ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।

এজে/