নিজস্ব প্রতিবেদক । ৩১ আগস্ট ২০২২
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, জামায়াত মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে পাকিস্তানি বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যাসহ সব ধরনের অপরাধ করেছিল।
বিচারে অনেক শীর্ষ নেতা মৃত্যুদন্ডিত হয়েছেন, রায় কার্যকর হয়েছে। মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেওয়ার বিষয়ে অনেক আগেই জামায়াতের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল। এটা না করে অনেক আগেই তারা এ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। আর কোনোদিনই এই দলটি এ দেশে রাজনীতি করতে পারবে না।
তবে এই দলের কোনো নেতা কী নামে রাজনীতি করবে তা সময়ই বলে দেবে। কিন্তু জামায়াতের আদর্শ নিয়ে বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ নেই।
আজ সন্ধায় কুষ্টিয়া শহর ও সদর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত মাসব্যাপী ১১টি ইউনিয়ন ও ২১টি ওয়ার্ডে শোক সভার সমাপনী দিনে পৌর ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত শোক সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, ৭৫’র ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যা করে ওই মুক্তিযুদ্ধ বিরোধীরা এ দেশে পাকিস্তানের শাসন কায়েম করতে চেয়েছিল।
তিনি বলেন, এ দেশে ধর্মের নামে অধর্মের কাজ করবে, নাশকতা করবে এটাকে বরধাশত করা হবে না।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবসহ ১৫ আগষ্ট নিহত সকল শহীদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা রেখে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইনতাজুল ইসলাম ও কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু।