এবার দুই অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শককে 'জনস্বার্থে' অবসর

নিজস্ব প্রতিবেদক । ০১ নভেম্বর ২০২২

এবার দুই অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শককে 'জনস্বার্থে' অবসর



বাংলাদেশ পুলিশের ২ জন অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শককে আজ সোমবার 'জনস্বার্থে' অবসরে পাঠিয়েছে সরকার।

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক ২টি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে।

তারা হচ্ছেন মো. আলমগীর আলম ও মো. মাহবুব হাকিম। মো. আলমগীর অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) এবং মো. মাহবুব হাকিম ট্যুরিস্ট পুলিশে কর্মরত ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।'

এর আগে, গত ১৮ অক্টোবর পুলিশ সুপার মুহাম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী, মো. দেলোয়ার হোসেন মিঞা ও মীর্জা আবদুল্লাহেল বাকীকে 'জনস্বার্থে' অবসরে পাঠিয়েছিল সরকার।

এ ছাড়া, গত ১৬ অক্টোবর তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেনকে 'জনস্বার্থে' অবসরে পাঠায় সরকার।
উল্লেখ্য, সরকারি চাকরি আইনের ৪৫ ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর যেকোনো সময় সরকার, জনস্বার্থে, প্রয়োজনীয় মনে করলে কোনোরূপ কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি থেকে অবসর প্রদান করতে পারবে। তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে রাষ্ট্রপতি নিয়োগকারী কর্তৃপক্ষ, সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন গ্রহণ করতে হবে।