গাজীপুরে প্রধান শিক্ষিকাকে মুঠোফোনে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক । ০১ জানুয়ারি ২০২৩

গাজীপুরে প্রধান শিক্ষিকাকে মুঠোফোনে হত্যার হুমকি

গাজীপুরের আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের প্রধান শিক্ষিকা আইরিন হোসেন তন্বীকে অপরিচিত এক ব্যক্তি মুঠোফোনে হত্যার হুমকি দিয়েছেন। এ ব্যাপারে শুক্রবার (৩০ ডিসেম্বর ) ওই শিক্ষিকা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর করা জিডিতে (জিডি নং ১৫৬৭) বলা হয়েছে, ১৯৭৪৭৩০ ফোন নম্বর থেকে গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টা ১ মিনিটে অপরিচিত এক ব্যক্তি আইরিন তন্মির ব্যক্তিগত ফোন নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। গালিগালাজ করতে নিষেধ করার ওই ব্যক্তি তাকে বিভিন্ন প্রকার ভয় ভীতি ও তার পরিবারকে হত্যার হুমকি দেয়।

এই বিষয়ে দ্রুত তদন্ত ও বিচার দাবি করে ভুক্তভোগী শিক্ষিকা তার নিরাপত্তা চেয়েছেন এবং হত্যার হুমকি দেওয়া ব্যক্তিকে দ্রুত গ্রেফতারের দাবীও জানান।
এই বিষয়ে আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের প্রধান শিক্ষিকা আইরিন হোসেন তন্বী বাংলা ওয়্যারকে বলেন, ‘আমাকে সেদিন অপরিচিত ঐ ব্যক্তি অকথ্য ভাষায় গালাগালি করেছে এবং আমাকে হত্যার হুমকি দিয়েছে কিন্ত আমার অপরাধটা কি? আমি বিনা বেতনে এই স্কুলে পাঠদান করে আসছি। আমি আমার পরিবারের নিরাপত্তা চাই এবং হুমকি দাতাকে দ্রুত গ্রেফতার করে শাস্তি প্রদান করা হোক।‘

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলি খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বাংলা ওয়্যারকে বলেন, তারা এই বিষয়ে অভিযোগ পেয়েছেন এবং দ্রুততর সময়ে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

প্রধান শিক্ষিকা আইরিন হোসেন তন্বীর স্কুলটি গাজিপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা গ্রামে ২০ শতাংশ জমির উপর নির্মিত। ২০০৭ সালে থেকে প্রতিষ্ঠানটি তাদের একাডেমিক কার্যক্রম পরিচালনা করে আসছে। স্কুল পরিচালনা করছেন মো. সুজন মাহমুদ।

২০১৯ সালে জাতীয় শিশু কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতায় গাজীপুরে প্রথম স্থানও অর্জন করেছে এ স্কুলটি। স্কুলে ‘ডিজিটাল কন্টেন্টের’ মাধ্যমে পাঠ্যবই পড়ছেন প্লে থেকে ৫ম শ্রেণির শিশুরা। এছাড়া তারা এখানে কম্পিউটার প্রোগ্রামিং ও শিখছে। কোমলমতী শিশুরা স্বপ্ন দেখছে একদিন তারা রোবট তৈরি করবে।

হক গ্রুপের কর্ণধার জনাব আদম তমিজি হকের অর্থায়নে আনন্দ মাল্টিমিডিয়া স্কুলে প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৫০০ শিক্ষার্থী বিনা বেতনে লেখাপড়া করছে।

২০ জন শিক্ষক দ্বারা পরিচালিত স্কুলটিতে রয়েছে কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার, বাচ্চাদের জন্য খেলার মাঠ। এছাড়া প্রতিবছর শিক্ষা সফর, ক্রীড়া প্রতিযোগীতাও আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। জাতীয় পর্যায়ে বিভিন্ন কো কারিকুলাম কার্যক্রমে স্কুলটি সুনামের সাথে অংশগ্রহণ করে।