০৩ সেপ্টেম্বর ২০২২
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন বিএনপি'র সংসদ সদস্য রুমিন ফারহানা একজন 'বাসা কাপানো' নেত্রী।
“মাঠ না কাঁপিয়ে বিভিন্ন বাসা কাঁপিয়ে যারা নেত্রী হয়েছেন, সেই রুমিন ফারহানা কে বলতে চাই- খেলা তো অবশ্যই হবে সেটা মাঠে, খাটে নয়,” তিনি বলেন।
শনিবার (০৩ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত, বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ছাত্র দলের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের সংগঠনে কোনো শিক্ষার্থী নেই, তাদের এই সংগঠন আদু ভাইদের দিয়ে পরিচালিত হয়। সেই সংগঠনের শীর্ষ নেতাদের নৈতিক স্খলনের জন্য পদত্যাগ করা উচিত।
করনা মোকাবেলায় ছাত্রলীগের ভূমিকা তুলে ধরে জয় বলেন, করোনাকালীন সময়ে ছাত্রলীগ ছাড়া কোন সংগঠন মাঠে ছিলনা, একমাত্র ছাত্রলীগ মানুষের পাশে থেকে, শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সেবা করে গিয়েছে। অন্যদিকে ছাত্রদল বাসায় বসে ষড়যন্ত্র করেছে।
তিনি বলেন, ছাত্রলীগ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে অথচ অন্য সংগঠনগুলো বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে।
বিএনপি নেতাদের উদ্দেশ্যে জয় বলেন ছাত্রলীগকে নিয়ে কথা বলার কোন যোগ্যতা আপনাদের নেই, হয়তো আপনারা ছাত্রলীগকে নিয়ে কথা বলেন ভাইরাল হওয়ার জন্য।